Tuesday, May 13, 2025

Asia Cup Hockey: এশিয়া কাপ হকিতে মধুর প্রতিশোধ ভারতের, জাপানকে ২-১ গোলে হারাল তারা

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে ( Asia Cup Hockey) গ্রুপ পর্বে জাপানের (Japan) কাছে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় (India) হকি দল। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারাল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।

মধুর প্রতিশোধ একেই বলে! গ্রুপ লিগে যে দলের কাছে হেরে এশিয়া কাপ হকি থেকেই ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। শনিবার সেই জাপানকে ২-১ গোলে হারিয়ে ‘সুপার ফোর’ অভিযান শুরু করল ভারতীয় দল।

গ্রুপের শেষ ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে সুপার ফোরের টিকিট ছিনিয়ে নিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে এদিন বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন সর্দার সিংয়ের শিষ্যরা। এই টুর্নামেন্টে অনভিজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দলে এমন ১২ জন খেলোয়াড় রয়েছেন, যাঁরা এই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন। যদিও এদিন জাপানকে হারিয়ে এই তরুণরা নিজেদের যোগ্যতা আরও একবার প্রমাণ করলেন।

তবে এদিনের জয় খুব সহজে আসেনি। ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণে চাপ বাড়িয়েছিল জাপান। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার আদায়ও করে নিয়েছিল। যদিও ভারতীয় খেলোয়াড়রা সতর্ক থাকায় কোনও বিপদ ঘটেনি। ৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে চমৎকার ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন মনজিৎ সিং। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে জাপানের চারজন ডিফেন্ডারকে টপকে ডি বক্সে ঢুকে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। প্রথম কোয়ার্টারে ওই গোলেই এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার মিনিট তিনেকের মধ্যেই গোল শোধ করে দেয় জাপান। পেনাল্টি কর্নার থেকে গোল করেন জাপানি ফরোয়ার্ড নেওয়া তাকুমা। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ১-১।

তবে তৃতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। এবার গোল করেন পবন রাজভর। বাঁ প্রান্ত ধরে উত্তম সিংয়ের দৌড়ে ফালাফালা হয়ে গিয়েছিল জাপানি রক্ষণ। এরপর উত্তমের বাড়ানো পাশ থেকে গোল করতে কোনও ভুল করেননি পবন। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা চালিয়েও হার বাঁচাতে পারেনি জাপান।
এদিকে, সুপার ফোরের অন্য একটি ম্যাচে মালয়েশিয়া ২-২ ড্র করেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্টের বিচারে সুপার ফোরের প্রথম দু’টি দল ফাইনাল খেলবে।

আরও পড়ুন:UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

 

 

spot_img

Related articles

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল...

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...

বিশ্ব পরিবেশ দিবসের আগে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর উদ্যোগ রাজ্যের 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগেই রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা...