Saturday, January 10, 2026

Haldia: কেন্দ্রের শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপকে তোপ মলয়ের, INTTUC-র মঞ্চে যারা যা বললেন…

Date:

Share post:

তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠন INTTUC-এর তরফ থেকে বাংলার বুকে বৃহত্তম শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে হলদিয়াতে(Haldia)। শনিবার এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা। এক ঝলকে দেখে নেওয়া যাক এদিনের অনুষ্ঠান থেকে যারা যা বললেন…

মলয় ঘটক:

  • এতবড় শ্রমিক সমাবেশ আমার জীবনে দেখিনি।
  • আমি ৪০ বছর ট্রেড ইউনিয়ন করেছি।
  • শ্রমিক আইন অধিকাংশ কেন্দ্রের।
  • ৩৬টি আইন তুলে দিয়ে কতগুলি বোর্ড গঠন করেছে।
  • কেন্দ্রের নয়া নীতিতে ৩০০ জনের কম থাকলে তাদের শ্রম আইনে কোনও অধিকার থাকবে না। অর্থাৎ যখন খুশি ছাঁটাই করবে যেমন ইচ্ছে মাইনে দেবে।
  • শ্রমিকদের সর্বোচ্চ ৮ ঘন্টা যে কাজের অধিকার তুলে দিয়ে তা ১২ ঘন্টা করছে।
  • শ্রমিকদের জাগতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে, যাতে কেউ না বঞ্চিত হন।
  • কোন রকম সমস্যা থাকলে শ্রমদপ্তর এ অভিযোগ করুন আপনাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়:

  • এই বৃহৎ সমাবেশের আগের সম্মেলনে মনের কথা বলেছেন শ্রমিকরা।
  • শ্রমিকদের সেই বক্তব্য সারারাত ধরে আমরা নোট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছি।
  • শ্রমিক স্বার্থে হলদিয়ায় বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • শ্রমিকের স্বার্থরক্ষার মাধ্যমেই রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে উঠছে। সেটাকে আরও ত্বরান্বিত করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আরও দ্রুত পৌঁছতে হবে, তারই একটা রূপরেখা ঠিক করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অখিল গিরি:

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় যে উন্নয়ন হয়েছে, তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন শ্রমিকরা।
  • শ্রম দিবস শ্রমিকদের রক্ষা করেছে। তাঁরা যেন ভাল থাকতে পারেন, তার জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প এনেছেন।
  • গোটা দেশজুড়ে যেখানেই শ্রমিকের স্বার্থ ক্ষুন্ন হয়েছে, সেখানে প্রথম বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌমেন মহাপাত্র:

  • শ্রমিকও থাকবে, শিল্পও থাকবে। সকলের সহযোগিতায় হলদিয়া আরও এগিয়ে যাক। আরও শিল্প আসুক।
  • হলদিয়া বন্দর সতীশ সামন্তের নামে হোক।

কুণাল ঘোষ:

  • যত মানুষ ভিতরে, তার দ্বিগুন মানুষ বাইরে।
    মমতা বন্দ্যোপাধ্যায় মডেল যেভাবে বাংলা এগিয়ে যাচ্ছে, তাতে গোটা বাংলা বলছে, মমতা তুমি দিল্লি এসো।
  • হলদিয়ার পুরোনো ক্ষত সারিয়ে তুলতে হবে। অধিকারী প্রাইভেট লিমিটেডের শেয়ার বেচেছে হলদিয়ায়। বেইমান, গদ্দার, মীরজাফর লুটেছে। বঞ্চনা করেছে।
  • মেরুদণ্ডহীন গিরগিটি সিবিআই ইডির ভয়ে বিজেপিতে গিয়েছে।
  • শিল্প বান্ধব অন্যদিকে শ্রমিক পরিবেশ তৈরি হয়েছে।
  • শ্রমিকদের স্বার্থ বাদ দিয়ে তৃণমূলের মঞ্চ কেউ ব্যবহার করেন, তারা সাবধান।
  • যারা জল মাপছিলেন, তারা নিজেদের সংযত করুন।
  • যারা দুর্দিনে দলের পাশে ছিলেন তারা যাতে শ্রমিক সংগঠন করতে পারেন, তা নিশ্চিত করা হবে।
  • মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রাণ, দলের জান। তাঁর যোগ্য উত্তরসূরি অভিষেক। আগামী কয়েক দশক শ্রমিককদের স্বার্থ রক্ষা করবেন। আর শুভেন্দু অধিকারী দাদা থেকে দাদু হয়ে যাবে, আর ক্ষমতায় আসতে হবে না।

বেচারাম মান্না:

  • শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, গোটা বাংলার সঙ্গে বেইমানি করেছে শুভেন্দু।
    হলদিয়া থেকে টাকা কাঁথির কোন বাড়িতে গিয়েছে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে।
  • শুধু বুঝতে পারলাম হলদিয়াতে গদ্দারের প্রার্থী কীভাবে জিতল।
  • আমরা সকলে শ্রমিকদের পাশে আছি। আমরা টিম করে কগামী কয়েক মাসের মধ্যে সমস্যার সমাধান করব।
  • শ্রমিকদের বক্তব্যের পূর্ণাঙ্গ রিপোর্ট সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে। তিনি নিশ্চয় ব্যবস্থা নেবেন। শ্রমিক স্বার্থে লড়াই হবে।




spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...