Asia Cup Hockey: এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত

রবিবার এশিয়া কাপ হকির সুপার কাপে মালোয়েশিয়ার কাছে আটকে গেল ভারতীয় হকি দল। খেলার ফলাফল ৩-৩।

এশিয়া কাপ হকির ( Asia Cup Hockey) সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত (India)। রবিবার এশিয়া কাপ হকির সুপার কাপে মালোয়েশিয়ার (Malaysia) কাছে আটকে গেল ভারতীয় হকি দল। খেলার ফলাফল ৩-৩। ম‍্যাচে এদিন এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খায় ভারতীয় দল।

ম‍্যাচে এদিন প্রথম কোয়ার্টারেই গোল খেয়ে যায় বীরেন্দ্র লাকরারা। ১২ মিনিটে গোল করেন রহিম। ছ’মিনিটে একটি পেনাল্টি কর্নার পায় মালোয়েশিয়া। ভারতের গোলরক্ষক সূরজের দক্ষতায় প্রথমে বাঁচানো গেলেও, রাজি রহিমের ড্র্যাগ ফ্লিক আটকানো যায়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের গোল করে মালোয়েশিয়া। এবারও পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন রহিম। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পাল্টা আঘাত হানে ভারতীয় দল। দিনের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেয় তারা। নীলম সঞ্জীবের ড্র্যাগ ফ্লিক আটকে দিয়েছিলেন মালয়েশিয়া গোলরক্ষক। তবে ফিরতি বলে গোল করেন বিষ্ণুকান্ত সিং। ৫৪ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরে ভারত। ভারতের হয়ে গোল করেন সুনীল। পরের মিনিটেই এগিয়ে যায় ভারত। এবার গোল করেন নীলম সঞ্জিব। কিন্তু ম্যাচ শেষের তিন মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ফের সমতা ফেরায় মালোয়েশিয়া।

আরও পড়ুন:IPL: ফাইনালে চমক, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল

 

 

Previous articleসীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, সোমবার ত্রিপুরার কোর্টে কুণাল
Next articleমেকআপ আর্টিস্টের রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ