কাটোয়ায় অনলাইনে বোমা বিক্রির বেনজির অভিযোগ! শৌচালয়ের ছাদ থেকে উদ্ধার তাজা বোমা

গোপনসূত্রে খবর পেয়ে বোমা খুঁজতে গিয়ে অনলাইন শপিংয়ের ধাঁচে বোমা বিক্রির চক্রের হদিশ! কাটোয়ার (Katwa) মুলটিতে একটি বাড়ির শৌচাগারের ছাদ থেকে বোমা উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় মকবুল শেখকে। তেঁতুলিয়া উত্তরপাড়ার বাসিন্দা মকবুলের বাড়ির শৌচাগারের ছাদে থেকেই ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালত। বম্ব স্কোয়ার্ড বোমাগুলি নিষ্ক্রিয় করছে।

সূত্রের খবর, অনলাইন শপিংয়ের কায়দায় ফোনেই নাকি বোমার অর্ডার নিত মকবুল। সেই অর্ডার মতো বোমা তৈরি করে তা হোমা ডেলিভারি অর্থাৎ একেবারে ক্রেতা বাড়ি পৌঁছে দেওয়া হত। অনলাইন পেমেন্ট হত বলেও সূত্রের খবর।
২৫০ টাকায় সুতলি বোমা
৪৫০ টাকায় কৌটো বোমা
বিক্রির হত বলে অভিযোগ।

বোমার ছবি তুলে তা ক্রেতাকে মকুবল দেখাতেন বলেও জানা যাচ্ছে। বহুদিন ধরেই বোমার কেনাবেচার খবর ছিল জেলা পুলিশের কাছে। অভিযান চালিয়ে বোমা উদ্ধার করা হয়। এই বোমাগুলি কোথায় তৈরি হত, আর কারা কারা এর সঙ্গে যুক্ত- জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- গোমাতাকে ত্যাগ করলে যেতে হবে জেল, নয়া আইন যোগী সরকারের

Previous articleগোমাতাকে ত্যাগ করলে যেতে হবে জেল, নয়া আইন যোগী সরকারের
Next articleবেড নেই বলে ফেরাচ্ছে হাসপাতাল: স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা আদালতে