Wednesday, August 27, 2025

ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। তবে উত্তরপ্রদেশের(UttarPradesh) যোগী সরকার(Yogi Govt) মেতে রয়েছে গরু নিয়ে। এবার গোরক্ষায় নতুন আইন আইন চলেছে যোগী সরকার। জানা গিয়েছে এবার থেকে উত্তরপ্রদেশে গোমাতাকে পরিত্যাগ করলে দায়ের হবে এফআইআর। মামলা দায়ের হবে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে। সাস্তি হিসেবে হতে পারে জেল ও জরিমানা। সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় নয়া এই আইনের ঘোষণা করেছেন যোগী রাজ্যের পশুপালন মন্ত্রী ধরমপাল সিং।

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির এক বিধায়ক জানতে চান, বেওয়ারিস অসুস্থ গরুর আক্রমণে রাজ্যে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের আর্থিক সাহায্য দানের বিষয়ে কী ভাবছে সরকার? এর উত্তরেই পশুপালন মন্ত্রী ধরমপাল জানান, যে সব কৃষক ‘পরিত্যক্ত’ গরু রাস্তাঘাট ছেড়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করেছে যোগী সরকার। এক্ষেত্রে এফআইআর দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে। পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা হবে। পাশাপাশি মন্ত্রী বলেন, ‘সরকার গুরুত্ব সহকারে গোশালা তৈরির কথা ভাবছে। এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় একটি অভয়ারণ্যের ভাবনা রয়েছে। তবে অন্য পশুদের অভয়ারণ্যে গরুকে রাখা হবে না কারণ গরু আমাদের মা।’

মন্ত্রীর কথায়, “গরুর দুধ, দই, ঘি, গোবর উত্তম বস্তু। গোবরে মা লক্ষ্মী থাকেন। গোমূত্রে মা গঙ্গার নিবাস। অন্য বন্যপ্রাণী আর পরিত্যক্ত গরুর মধ্যে তফাৎ রয়েছে। গরুর সুরক্ষার বিষয়ে সরকার অবগত। এভাবে গরুকে বেওয়ারিস করে দেওয়া মেনে নেওয়া হবে না। ‘পরিত্যক্তি’ গবাদি পশুকে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া চলবে না।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরুর বাড়বড়ন্ত এক ভয়াবহ আকার ধারন করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা ঘাটে চলাই এখন দায়। বেওয়ারিশ গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ প্রতিবাদ স্বরূপ গত বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু (Cow) ছেড়ে দিয়েছিলেন। এবার সেই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন আনল যোগী সরকার।




Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version