Sunday, November 16, 2025

গোমাতাকে ত্যাগ করলে যেতে হবে জেল, নয়া আইন যোগী সরকারের

Date:

ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। তবে উত্তরপ্রদেশের(UttarPradesh) যোগী সরকার(Yogi Govt) মেতে রয়েছে গরু নিয়ে। এবার গোরক্ষায় নতুন আইন আইন চলেছে যোগী সরকার। জানা গিয়েছে এবার থেকে উত্তরপ্রদেশে গোমাতাকে পরিত্যাগ করলে দায়ের হবে এফআইআর। মামলা দায়ের হবে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে। সাস্তি হিসেবে হতে পারে জেল ও জরিমানা। সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় নয়া এই আইনের ঘোষণা করেছেন যোগী রাজ্যের পশুপালন মন্ত্রী ধরমপাল সিং।

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির এক বিধায়ক জানতে চান, বেওয়ারিস অসুস্থ গরুর আক্রমণে রাজ্যে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের আর্থিক সাহায্য দানের বিষয়ে কী ভাবছে সরকার? এর উত্তরেই পশুপালন মন্ত্রী ধরমপাল জানান, যে সব কৃষক ‘পরিত্যক্ত’ গরু রাস্তাঘাট ছেড়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করেছে যোগী সরকার। এক্ষেত্রে এফআইআর দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে। পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা হবে। পাশাপাশি মন্ত্রী বলেন, ‘সরকার গুরুত্ব সহকারে গোশালা তৈরির কথা ভাবছে। এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় একটি অভয়ারণ্যের ভাবনা রয়েছে। তবে অন্য পশুদের অভয়ারণ্যে গরুকে রাখা হবে না কারণ গরু আমাদের মা।’

মন্ত্রীর কথায়, “গরুর দুধ, দই, ঘি, গোবর উত্তম বস্তু। গোবরে মা লক্ষ্মী থাকেন। গোমূত্রে মা গঙ্গার নিবাস। অন্য বন্যপ্রাণী আর পরিত্যক্ত গরুর মধ্যে তফাৎ রয়েছে। গরুর সুরক্ষার বিষয়ে সরকার অবগত। এভাবে গরুকে বেওয়ারিস করে দেওয়া মেনে নেওয়া হবে না। ‘পরিত্যক্তি’ গবাদি পশুকে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া চলবে না।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরুর বাড়বড়ন্ত এক ভয়াবহ আকার ধারন করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা ঘাটে চলাই এখন দায়। বেওয়ারিশ গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ প্রতিবাদ স্বরূপ গত বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু (Cow) ছেড়ে দিয়েছিলেন। এবার সেই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন আনল যোগী সরকার।




Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version