২০২৩-এর মার্চেই মহিলাদের আইপিএল?

মেয়েদের আইপিএল আয়োজন করা নিয়ে নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের আইপিএল চলাকালীন এ-নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্টেকহোল্ডারদের সঙ্গে বোর্ডের শীর্ষ স্থানীয় কর্তারা বেশ কয়েকবার বৈঠক করেছেন। বিসিসিআই চাইছে, আগামী বছরেই ছ’দলীয় মেয়েদের আইপিএল আয়োজন করতে। এই টুর্নামেন্টের জন্য সঠিক উইন্ডো খোঁজা শুরু করে দিয়েছে বোর্ড। ছেলেদের আইপিএলের জনপ্রিয়তা দিন দিন যত বাড়ছে, ততই মেয়েদের আইপিএলের দাবি জোরালো হচ্ছে। এবার আইপিএল ফাইনাল চলাকালীন মোতেরার গ্যালারিতেও মেয়েদের আইপিএলের দাবিতে বেশ কিছু পোস্টার নজরে এসেছিল সবার। সেই দাবিকে মান্যতা দিয়ে দ্রুত এই টুর্নামেন্টের ব্লু প্রিন্ট ছকে ফেলতে চান বোর্ড কর্তারা।

আরও পড়ুন- কেকে-র মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি বিরোধীদের, পাল্টা জবাব তৃণমূলের

Previous articleকেকে-র মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি বিরোধীদের, পাল্টা জবাব তৃণমূলের
Next articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ