Tuesday, November 11, 2025

“বরটা বড়ই বোকা”! KK-রূপঙ্কর বিতর্কে কেন এমন লিখলেন চৈতালি

Date:

Share post:

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পী Kk-কে নিয়ে বাংলার আরেক বিখ্যাত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্য ঘিরে তোলপাড় বাংলা। এর প্রধান কারণ, এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই আচমকা প্রাণ হারান KK। সোশ্যাল মিডিয়াতে (Social Media) তো বটেই, সব জায়গাতেই রূপঙ্করের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তার তীব্রতা এমন হয় যে, বাড়িতে হুমকি ফোন আসতে শুরু করে বলে অভিযোগ। এ প্রেক্ষিতে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি লিখিত বিবৃতি পাঠ করে ক্ষমা চান রূপঙ্কর। আর এর ঠিক পরের দিন, শনিবার সকালে নিজের ফেসবুক পেজে একটি কবিতা লিখলেন রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়ী (Choitali Lahiri)। আর সেখানে রূপঙ্করকে “বোকা বর” বলে উল্লেখ করেছেন তিনি। তবে, সেটা আক্ষরিক অর্থে নয়, বরং চৈতালির লেখা আসলে রূপঙ্করকে সমর্থন করেই। তার বিরুদ্ধে যাঁরা আওয়াজ তুলেছেন, তাঁদেরকেই কটাক্ষ করেছেন চৈতালি। যদিও কবিতাটিতে কেকে-র প্রসঙ্গ কোথাও নেই। তবে সেটা যে বর্তমান এই পরিস্থিতির সেটা স্পষ্ট।

কবিতাটার নাম ‘রাত জাগা ভোর’। কবিতাটা শুরু হচ্ছে এভাবে-

“স্যোশাল মিডিয়া তোমার দেওয়া আ্যড্রনালিন রাশ,

ছোট্ট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস।

দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা,

জীবনের যত না পাওয়ার যন্ত্রণা আর কিছু বাহানা।

তারপর একটা লম্বা ট্রীপ এমন নেশা কোনো

মাদকেই হয়না,

উত্তেজনা উত্তেজনা—উফফ দাদা জীবনে কী পাবোনা ভুলেছি সে ভাবনা”

 

অর্থাৎ রূপঙ্করের বক্তব্যে ব্যথিত হয়ে নয়, অন্য জায়গায় রাগ তাঁর উপর দেখাচ্ছেন আক্রমণকারীরা।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0jYpTvFpEVKvaNuV16Azr7ZqpRXuVpgjNJJg8QDeDKRqdyh94wFhxumLLYptw2BFl&id=100001614844025&sfnsn=wiwspwa

“ধরফরিয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা

দুনিয়াদারিতে নেহাৎ কাঁচা শিল্প যাপনে মগ্ন থাকা।

এমন কথা কি বলতে হয়, তুমি কি সমাজের হোতা?

কে দিয়েছে মাথার দিব্যি? কেন নড়ল মাথার পোকা?

নিজেকে নিয়ে বাঁচো, নিজের আখের গোছাও ওগো–

মেয়েটার ভবিষ্যৎ আছে, আমার কথাটাও ভাবো।”

যেন সমাজ সংস্কার করতেই এমন পোস্ট করেছেন রূপঙ্কর!

 

রূপঙ্কর তার ভিডিও পোস্টে আরো অনেক বাংলার গায়ক-গায়িকা নাম করেছিলেন। কিন্তু এই পোস্ট সামনে আসার পর কেউই রূপঙ্করকে সমর্থন করেনি চৈতালির লেখায় তাঁদেরকেই নিশানা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি লিখেছেন,

“ভালোই হল চিনতে পেল বন্ধু এবং বাসা

সময় চেনায় কোনটা সত্যি আর কোনটা মরিচীকা”

 

তবে, অসময়ে কিছু মানুষ পাশে ছিলেন বলেও কবিতায় লিখেছেন রূপঙ্করের স্ত্রী।

 

শুক্রবার রূপঙ্করের লিখিত ক্ষমা প্রার্থনা এই সমালোচনার আগুনে খুব একটা জল ঢালেনি। উল্টে KK- সম্পর্কে মন্তব্যের জন্য তাঁর ক্ষমা না চাওয়া আর ওইভাবে শুধুমাত্র একটি লিখিত বিবৃতি পড়ে চলে যাওয়াকে অনেকেই দম্ভের নামান্তর এবং ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা বলেই উল্লেখ করছেন। আর পরের দিনই চৈতালির এই কবিতা সেই সমালোচনাই আরও উসকে দিল।

 

 

 

spot_img

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...