Thursday, November 13, 2025

তরুণীর সঙ্গে প্রেম, স্ত্রীর কাছে ধরা পড়ে রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

২৪ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেম কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কির(Bharat sing Solanki)। স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister)। প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। বিসয়টি প্রকাশ্যে আসতেই সোলাঙ্কি জানিয়েছেন, আর আগামী কয়েক মাস আর রাজনীতি করবেন না তিনি। আপাতত সমাজসেবা করবেন।

গত ১ জুন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে ওঠে। যে ভিডিও শেয়ার করেছিলেন সোলাঙ্কির স্ত্রী রেশমা প্যাটেল(Reshma Patel)। ভিডিওতে দেখা যাচ্ছে রেশমা একটি বাড়ির ভেতর ঢুকছেন। বাড়ির ভেতর দেখা যায় সোলাঙ্কি একটি মেয়ের সঙ্গে রয়েছেন। এই ছবি দেখে রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন রেশমা। মেয়েটির চুলের মুঠি ধরে শুরু করেন মারধোর। হাত দিয়ে মুখ ঢেকে রাখা ওই তরুণীর ছবি তুলতে দেখা যায় আর একজনকে। সমানতালে চলতে থাকে মারধোর। নেটমাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে ওঠে।

 

এই ঘটনা প্রসঙ্গে ৬৮ বছর বয়সী প্রাক্তন ওই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, তাঁর সঙ্গে রেশমার ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্স পেয়ে গেলেই ওই তরুণীকে বিয়ে করবেন তিনি। এদিকে নিজের স্ত্রীর প্রসঙ্গে সোলাঙ্কির বক্তব্য, ১৯৯৯ সালে আমাদের বিয়ে হয়। একসঙ্গে বহু বছর ছিলাম আমরা। আমি ওর থেকে ডিভোর্স চেয়েছি কারণ, ও আমার ক্ষতি করে আমার সম্পত্তি হাতাতে চেয়েছিল। সুপারি কিলার দিয়ে আমায় খুন করতে চেয়েছিল। উল্লেখ্য, যদি ২৪ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভরত সিং সোলাঙ্কির বিয়ে হয় সেক্ষেত্রে এটা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃতীয় বিয়ে। আগামী ১৫ জুন ওই মামলার শুনানি।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version