Friday, December 19, 2025

Rafael Nadal: রোলাঁ গারোয় রাফাই সেরা, ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন নাদাল

Date:

Share post:

ফরাসি ওপেন ( French Open) চ‍্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। লাল সুরকির কোর্টে তিনিই যে সর্বকালের সেরা, সেটা আরও একবার প্রমাণ করলেন রাফায়েল নাদাল। রবিবার ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দিয়ে রেকর্ড ১৪তম ফরাসি ওপেন খেতাব জিতে নিলেন নাদাল। একই সঙ্গে কেরিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফিটাও জিতে নিলেন স্প্যানিশ তারকা। প্রিয় রোলাঁ গারো থেকে গতবার খালিহাতে ফিরতে হয়েছিল। সেই আক্ষেপ এবার সুদে-আসলে মিটিয়ে নিলেন রাফা।

চোট-আঘাতে জর্জরিত নাদাল ফাইনালের আগে জানিয়েছিলেন, তিনি রবিবার হেরে যেতেও রাজি, যদি বিনিময়ে একটা বাঁ পা পান! যদিও এদিন নাদালকে পাওয়া গেল রীতিমতো খুনে মেজাজে। তরুণ প্রতিদ্বন্দ্বীকে নির্মমভাবে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি। রোলাঁ গারোয় ১৪ বার ফাইনালে উঠে, প্রত্যেকবারই জয়!

লড়াইটা ছিল গুরু-শিষ্যের। কারণ রুড আবার নাদালের টেনিস অ্যাকাডেমির গ্র্যাজুয়েট। সবচেয়ে বড় কথা, নাদাল যেখানে কেরিয়ারের ৩০তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে কোর্টে নেমেছিলেন, সেখানে রুডের এটাই ছিল অভিষেক গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। গুরুর আগ্রাসী টেনিসের সামনে অসহায় দেখিয়েছে শিষ্যকে। আক্ষরিক অর্থেই কোনও প্রতিরোধ গড়তে পারেননি রুড।

সদ্য ৩৬ বছরে পা রাখা নাদালের সামনে হাতছানি ছিল রোলাঁ গারোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি চ্যাম্পিয়ন হওয়ার। ১৯৭২ সালে স্পেনেরই আন্দ্রেস গিমেনো ৩৪ বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন। ৫০ বছরের পুরনো নজির রবিবারই ভেঙে দিলেন তিনি। জয়ের পর দৃশ্যতই আবেগে ভেসে গিয়েছেন নাদাল। জোর চর্চা, ফরাসি ওপেনের পরেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন রাফা। যদিও ট্রফি মুঠোয় নিয়ে নাদালের মন্তব্য, ‘‘আমি লড়াইটা চালিয়ে যাব।’’

আরও পড়ুন:Sourav Ganguly: রুটের প্রশংসায় বিসিসিআই প্রেসিডেন্ট

 

 

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...