Carona Update : ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজরদারি স্বাস্থ্যভবনের

রাজ্যে (West Bengal) ফের ঊর্ধ্বমুখী করোনা (Corona virus) সংক্রমণ। বিষয়টি নিয়ে সতর্ক স্বাস্থ্যভবন।সোমবার স্বাস্থ্যভবনে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যসচিব। জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ করোনা আক্রান্তদের তথ্য নিয়মিত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে করোনা আক্রান্তরা কেমন আছেন, জানার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।এই কমিটি গোটা বিষয় খতিয়ে দেখবে৷ করোনা নিয়ে কোনও গাছাড়া মনোভাব দেখানো যাবে না, জেলাগুলিকে স্পষ্ট করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷এমনকি, যে এলাকাগুলিতে করোনা বাড়ছে, সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ‘প্রিকশনারি ডোজ’ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের বুস্টার ডোজও মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এরই পাশাপাশি, করোনা নিয়ে আগাম সতর্ক হতে রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন৷ এই পাঁচটি জেলা হল পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর ২৪ পরগণা এবং বসিরহাট৷কারণ, এই পাঁচটি জেলায় সংক্রমণের হার রাজ্যের অন্য জেলাগুলির থেকে কিছুটা বেশি৷
গত ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী রাজ্যের চার জেলায় সংক্রমণের হার রয়েছে ০.৫-১.০ শতাংশের মধ্যে৷পরিসখ্যান বলছে, পশ্চিম বর্ধমানে ০.৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ০.৭৩ শতাংশ, স্বাস্থ্যজেলা নন্দীগ্রামে ০.৭৮ শতাংশ এবং উত্তর ২৪ পরগণায় সংক্রমণের হার ছিল ০.৯৯ শতাংশ৷
বসিরহাট জেলায় সংক্রমণের হার ছিল এক শতাংশেরও বেশি (১.১৬ শতাংশ)৷ যা আগের থেকে বেড়েছে৷ এর আগে মে মাসের সমীক্ষায় শুধু বসিরহাট এবং নন্দীগ্রামেই কিছুটা বেশি ছিল সংক্রমণের হার৷প্রত্যেকটি হাসপাতালকে (Hospital) করোনা আক্রান্ত ব্যক্তির বিষয়ে প্রতিনিয়ত বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর৷

আরও পড়ুন- ভাঁড়ার ভরাতে এবার বকেয়া সম্পত্তি কর আদায়ে উদ্যোগী কলকাতা পুরসভা

Previous articleভাঁড়ার ভরাতে এবার বকেয়া সম্পত্তি কর আদায়ে উদ্যোগী কলকাতা পুরসভা
Next articleIRCTC : আইআরসিটিসি গ্রাহকরা এবার একসঙ্গে আরও বেশি টিকিট কাটতে পারবেন