Assembly: ৯ জুন সর্বদল বৈঠকের ডাক স্পিকারের, থাকবে বিজেপি

বিধানসভা ভবন

এবারের বিধানসভার (Assembly) বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে ৬টি বিল সরকার আনতে চলেছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এর পাশাপাশি তিনি জানান, ১০ তারিখ অধিবেশন শুরুর আগের দিন অর্থাৎ ৯ জুন সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। উল্লেখযোগ্য ভাবে এই সর্বদল বৈঠকে থাকবে বিজেপি।

এবার বিধানসভা নির্বাচনের পরে বিধানসভায় বাম-কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। আইএসএফ-এর তরফে একজন বিধায়ক রয়েছেন নওয়াদ সিদ্দিকি। তৃণমূলের (Tmc) মন্ত্রী-বিধায়করা ছাড়া রয়েছেন বিজেপি বিধায়করা। যদিও গেরুয়া শিবিরে ভাঙন ধরার পরে তাঁদের সংখ্যা ক্রমশ কমছে। বিধানসভা অধিবেশনের আগে নিয়মমাফিক সর্বদল বৈঠক ডাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি বিধায়করা সেখানে উপস্থিত থাকেন না। এমনকী, অধিবেশন চলাকালীন বিভিন্ন ছুতোয় হট্টগোল করে তাঁরা অধিবেশন বয়কট করে বাইরে বেরিয়ে যান। তবে এবার সর্বদল বৈঠকে বিজেপি বিধায়করা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এখন সরকারের তরফ থেকে বিধানসভায় বিল পেশ করার পরে বিজেপির কী ভূমিকা থাকে সেটাই দেখার।

আরও পড়ুন- ভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত

 

Previous articleভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত
Next articleMonkey Pox : মাঙ্কি পক্স ঠেকাতে কোন সতর্কতার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?