সাম্প্রতিক কালে ভারতীয় (India) ফুটবল দলে ফুটবলারদের নির্বাচনে একটি ধারা চলে এসেছে, যে শুধুমাত্র আইএসএল (ISL) থেকেই ফুটবলারদের নির্বাচন করা হচ্ছে জাতীয় দলে। বঞ্চিত হচ্ছে আইলিগের (I-League) প্রতিভাবান ফুটবলাররা। সুযোগই পাচ্ছেন না আইলিগের ফুটবলাররা।। আর এবার এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কম্বোডিয়ার বিরুদ্ধে নামার আগের দিন সাংবাদিক সম্মেলনে স্টিম্যাচের বলেন, সেরা ভারতীয় ফুটবলার আইএসএলে খেলছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিম্যাচ বলেন, “জাতীয় দলে আমি সর্বদাই সেরা ভারতীয় ফুটবলারদের বাছাই করি। আইএসএলে খেলা ফুটবলাররাই ভারতের সেরা। আমাদের দলে এমন ফুটবলার দরকার যারা আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে সাহায্য করবে।”

আরও পড়ুন:Ranji Trophy: দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা, দিনের শেষে বাংলার রান ৫ উইকেট হারিয়ে ৫৭৭
