মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই উঠল ডোমজুড়ের পথ অবরোধ

মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই ধীরে ধীরে উঠে গেল ডোমজুড়ের পথঅবরোধ। বিজেপির কেন্দ্রীয় দুই নেতা-নেত্রীর বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ডোমজুড়ে (Domjur) কোণা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কয়েকজন। তীব্র গরমে রাস্তায় আটকে পড়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বিকেলের পরেও অবরোধ না ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে অবরোধকারীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যানজটমুক্ত হয়েছে কোণি এক্সপ্রেসওয়। দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন:“বিজেপির চর” দাবি করতেই রাহুলকে মোক্ষম জবাব কুণালের

 

 

 

Previous article“বিজেপির চর” দাবি করতেই রাহুলকে মোক্ষম জবাব কুণালের
Next articleIndia Team: রেকর্ড গড়া হল না ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল পন্থ বাহিনী