Monday, August 25, 2025

দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ অব্যাহত, ফের পড়ল ডলারের তুলনায় টাকার দাম

Date:

দেশের অর্থনীতিতে(Economy) রক্তক্ষরণ অব্যাহত। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি এরইসঙ্গে জারি রইল টাকার(Rupess) দামে পতন। সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ডলারের(Dollar) তুলনায় টাকার দাম হল ৭৭ টাকা ৮১ পয়সা।

গত মার্চ মাসের শুরুতে ডলারের পরিবর্তে টাকার দাম পৌঁছয় ৭৭ টাকা। এরপর মে মাসের শেষে সেই দাম পৌঁছয় ৭৭ টাকা ৭৩ পয়সা। এদিন বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৭ টাকা ৭৪ পয়সা। তবে দিনের শেষে একধাক্কায় তা নেমে আসে ৭৭ টাকা ৮১ পয়সায়। যেভাবে ডলারের তুলনায় লাফিয়ে লাফিয়ে নামছে টাকার দাম তাতে উদবেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার প্রভাব সরাসরি পড়তে চলেছে ব্যাঙ্কগুলির উপর। রিজার্ভব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর জেরে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই পক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফলে প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। যদিও এই পরিস্থিতির মাঝেও গতকালের তুলনায় কিছুটা উত্থান ঘটেছে শেয়ার বাজারে। এদিন বাজার খোলার পর শুরুতে কিছুটা ধাক্কা খেলেও দিনের শেষে ৪২৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাশাপাশি নিফটি বেড়েছে ১২১ পয়েন্ট।


Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version