উচ্চ মাধ্যমিকের ফলে সংখ্যালঘুদের মধ্যে মেয়েদের সাফল্যের হার বেশি

এবারের দশজনের মেধা তালিকায় ১৩৭ জনের মধ্যে ৯ জন সংখ্যালঘু আছে, যা সংসদের ইতিহাসে প্রথম ।

এবারের উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পর দেখা যাচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মধ্যে ছেলেদেরকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। উর্দু ভাষা বিভাগে প্রথম হয়েছে রাবেয়া আহমেদ । এবারের দশজনের মেধা তালিকায় ১৩৭ জন মেয়েদের মধ্যে ৯ জন সংখ্যালঘু আছেন, যা সংসদের ইতিহাসে প্রথম । এই ৯ জনের মধ্যে দুজন আল আমীন মিশনের। সপ্তম স্থানে রয়েছেন সাফিদা খাতুন ; অষ্টম স্থান দখল করেছেন মিশনেরই পড়ুয়া। এছাড়া মোস্তাক হোসেনের জিডি আকাডেমির ছাত্রী মাফুজা খাতুন দশম স্থান লাভ করেছেন।
সপ্তম স্থানে থাকা সাফিদা খাতুনের প্রাপ্ত নম্বর ৪৮৯ । অষ্টম স্থানে থাকা নরিন খাতুন, সায়নী আলমের প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে থাকা আরজু সুলতানা, মাফুজা খান এর প্রাপ্ত নম্বর ৪৮৬।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫১টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। ১৫টি ভাষায় পরীক্ষা হয় । পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় ফল ঘোষণা করা হয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন । এবারে মোট ৮,১৬২৪৩ জন পরীক্ষা দিয়েছিল ।


Previous articleপরিবারের একমাত্র রোজগেরে ছিলেন রিমা, আজই বিয়ের তারিখ ঠিক হওয়ার কথা ছিল
Next articleউচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, এক নজরে প্রথম দশের তালিকা