উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, এক নজরে প্রথম দশের তালিকা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর ফল প্রকাশিত হতেই দেখা গেল জেলার পড়ুয়াদের  জয় জয়কার।  উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ।  তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলা মিলিয়ে পাশের হার ৯০ শতাংশের বেশি। এবছর মোট  পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,২০, ৮৬২ জন। ৬, ৩৬, ৮৭৫ জন পাশ করেছেন। জেলাভিত্তিক ফলাফলের বিচারে পাশের হারের ক্ষেত্রে এ বছর প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯৮.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন সেখানে। অন্যদিকে কলকাতায় পাশের হার ৮৭.৪৯ শতাংশ। কলকাতা থেকে প্রথম দশে রয়েছেন দশ জন।

জেলাভিত্তিক পাশের হারে প্রথম দশে রয়েছে যে ১০ টি জেলা : পূর্ব মেদিনীপুর -৯৮.৪১ % , পশ্চিম মেদিনীপুর -৯৬.২৯ %, ঝাড়গ্রাম ৯৩.৭৩ %, পুরুলিয়া-৯৩.২৭%, কালিম্পং-৯২.৫৪ %, দক্ষিণ ২৪ পরগণা -৯১.৮৮%, বাঁকুড়া-৯১.৭৪ %, উত্তর ২৪ পরগণা-৮৯.১০ %, মালদহ-৮৮.৬১ %, উত্তর দিনাওউর – ৮৮.৫৪%।

Previous articleউচ্চ মাধ্যমিকের ফলে সংখ্যালঘুদের মধ্যে মেয়েদের সাফল্যের হার বেশি
Next articleচার হাত -পা নিয়ে জন্মানো শিশুকে নব জীবন দিলেন সোনু