ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৫২ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,৫৭৬.৩৭ (⬇️ -০.৬৬%)

🔹নিফটি ১৭,৫৩০.৩০ (⬇️ -০.৮২%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লাগাতার ধাক্কা খাচ্ছে বাজার। বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ১৫২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৩৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৫২.১৮ পয়েন্ট বা -০.২৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২,৫৪১.৩৯। এনএসই নিফটি (NSE Nifty) -৩৯.৯৫ পয়েন্ট বা -০.২৫ শতাংশ নেমে হয়েছে ১৫,৬৯২.১৫।


Previous articleত্রিপুরা উপনির্বাচন: আগরতলায় মানুষের দুয়ারে সায়নী, সুরমার সভা মাতালেন সায়ন্তিকা
Next articleত্রিপুরা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার মাতালেন সায়ন্তিকা-সায়নী