Friday, November 14, 2025

প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের

Date:

বারবার টেট নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে সিপিআইএম। এবার সেই তালিকায় খোদ সিপিএমের (CPIM) নেতা তথা কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্রনাথ বসুমল্লিকের (Birendranath Basu Mallik) মেয়ের নাম। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন, তার মধ্যে রয়েছেন বীরেন্দ্রনাথের মেয়ে বৈশাখী বসুমল্লিক (Boishakhi Basu Mallik)। বাম জমানায় দীর্ঘদিন কালনা পুরসভার সিপিআইএম কাউন্সিলর ছিলেন বৈশাখীর বাবা। বামেদের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র (ABPTA) জেলার নেতাও ছিলেন তিনি। বৈশাখীর মা-ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী।

তবে, শুধু বাবা নন, বৈশাখীর স্বামী শুভাশিস সরকারও সিপিআইএম নেতা। শুভাশিস সরকার ওরফে বাঘা ২০১৫-তে কালনার পুরসভার ১৬ ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী ছিলেন। তাদের জমানায় না কি দুর্নীতির হয়নি- গলা ফাটিয়ে এরকম দাবি করেন বাম নেতারা। অথচ কালনার বসুমল্লিক পরিবারে না কি এমন কেউ নেই যিনি সরকারি চাকরি পাননি। এবার আদালতের নির্দেশে স্পষ্ট হল কীভাবে চাকরি পেয়েছিলেন বৈশাখী বসুমল্লিক!

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সচিব আর সি বাগচি। সেই তালিকায় দ্বিতীয় নাম বীরেন্দ্রনাথের মেয়ের। ২০১৮-তে জানুয়ারিতে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৩.৬৪৯। হাই কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। এলাকার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশিকার কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টের বিচারাধীন বলে মেয়ের চাকরি যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরেন্দ্রনাথ।

জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডু বলেন, এই ঘটনা প্রমাণ করে সিপিআইএমই প্রাথমিকের দুর্নীতিতে জড়িত। তবে, এই ঘটনার সঙ্গে দূরত্ব রেখেছে জেলা সিপিআইএম।

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version