Monday, November 10, 2025

নূপুরকে হুমকি, ভীম সেনা প্রধানকে গ্রেফতার দিল্লি পুলিশের

Date:

Share post:

বিজেপি নেত্রী নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। যদিও তাঁর বিরুদ্ধে এখন কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ। এরইমাঝে নূপুর শর্মাকে হুমকি দেওয়ার অভিযোগে ভীম সেনার নেতা নবাব সৎপাল তনওয়ারকে(Sartpal Tanwar) গ্রেফতার(Arrest) করল পুলিশ(Police)। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের(Delhi Police) স্পেশাল সেল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির যুবনেতা সর্বপ্রিয় ত্যাগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তনওয়ারকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এক ভিডিও বার্তায় নূপুর শর্মাকে হুমকি দিয়েছিলেন। পুলিশের তরফে এ বিষয়ে জানানো হয়েছে, “এই ভিডিওটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি আমরা। প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই ব্যক্তি। ঘৃণা ছড়ানোরও চেষ্টা করেছে। গুরগাঁও থেকে আমরা তনওয়ারকে গ্রেপ্তার করেছি।” ইতিমধ্যে তনওয়ারের বিরুদ্ধে মহিলাদের হেনস্তা, উসকানিমূলক মন্তব্য সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে তনওয়ারের গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যার মন্তব্যের জেরে গোটা দেশে আগুন জ্বলছে আন্তর্জাতিক মঞ্চেও চাপে ভারত তাঁকে গ্রেফতারের পরিবর্তে তনওয়ারকে গ্রেফতারের বিসয়টিই বুঝিয়ে দেয় কেন্দ্রের বিজেপি সরকারের মানসিকতা।

উল্লেখ্য, নূপুর শর্মার মন্তব্যের বিরোধিতায় মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি গতকাল ভারতের বিরোধিতায় সরব হয়েছে আমেরিকা। যদিও এতকিছুর পরও নূপুরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। মুখরক্ষার্থে তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। যদিও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে নুপুরের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...