World Cup: নভেম্বর থেকে শুরু ফুটবল বিশ্বকাপ, একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন দেশ

২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল যুদ্ধ। চলবে ১৮ ডিসেম্বর পযর্ন্ত।

বেজে গিয়েছে ফুটবল যুদ্ধের দামামা। বছরের শেষ দিক থেকে শুরু হতে চলেছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল যুদ্ধ। চলবে ১৮ ডিসেম্বর পযর্ন্ত। আর এই যুদ্ধেরই হয়ে গেল গ্রুপ বিন‍্যাশ। গত ১ এপ্রিল বিশ্বকাপের ড্র এবং সূচি ঘোষণা করা হয়েছিল। শুধু বাকি ছিল তিনটি জায়গা। সম্প্রতি সেই তিনটি জায়গার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই তিনটি দেশ হল ওয়েলস, অস্ট্রেলিয়া এবং কোস্টারিকা।

প্রতিবার বিশ্বকাপ জুন জুলাই মাসে শুরু হলেও ২০২২ বিশ্বকাপ শুরু হবে নভেম্বর মাসে। কাতারের গরমের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। ইউরোপের দেশগুলি ব্যস্ত নেশনস লিগে খেলতে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। ২০২২ বিশ্বকাপে প্রথম দেশ হিসাবে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল। এরপর ধাপে ধাপে বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন করে আর্জেন্তিনা, স্পেন, জার্মানি। তবে এবার যোগ‍্যতা অর্জন করতে ব‍্যর্থ হয় হেবিওয়েট দেশ ইতালি। ২০২০ সালে ইউরো কাপ দেশ বঞ্চিত রইল ২০২২ থেকে। উত্তর ম্যাসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে বিশ্বকাপে যাওয়া হয়নি আর তাদের। চলতি বিশ্বকাপের আগে যা বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একনজরে ২০২২ বিশ্বকাপের প্রতিটি গ্রুপ, দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন কোন দেশ:

গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

আরও পড়ুন:Atk Mohunbagan: যুব দলে নজর এটিকে মোহনবাগানের, বাছবেন বাগানের হেডস‍্যার

 

 

Previous articleপ্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল,  এক নজরে প্রথম দশ
Next articleHilsa: অবশেষে বঙ্গে এল রুপোলি শস্য, মরসুমের প্রথম ইলিশ এল ডায়মন্ড হারবারে