Friday, November 7, 2025

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, শীর্ষে উত্তর ২৪ পরগণা ও কলকাতা

Date:

Share post:

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান চলতি বছরের পরীক্ষার ফল ঘোষণা করলেন। এ বছর প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। যা গতবছরের তুলনায় ২০ শতাংশ বেশি। । চেয়ারম্যান জানালেন পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় এ বছর ফল প্রকাশিত হল। শীর্ষে র‍য়েছেন উত্তর ২৪ পরগণা এবং কলকাতার পড়ুয়ারা। এ বারের প্রথম দশ শীর্ষ স্থানাধিকারীর মধ্যে ৬ জন সিবিএসই বোর্ড থেকে, ২ জন আইএসসি বোর্ড থেকে এবং ২ জন উচ্চ মাধ্যমিক বোর্ড-এর পড়ুয়া বলে জানিয়েছেন চেয়্যারম্যান। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ককার্ড ডাউনলোড করা যাবে। সেইসঙ্গে এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল জয়েন্টের প্রথম দশ কৃতীর নাম। অগাস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে কাউন্সেলিং। ফলাফল জানা যাবে
www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in -এই দুটি ওয়েবসাইট থেকে । সেখানে পরীক্ষার্থীর নাম (Candidate Name), বিভাগ (Section), জন্মতারিখ (Date Of Birth), আবেদনের নম্বর, Rank ও প্রাপ্ত নম্বর-সহ সব তথ্য থাকবে।

বোর্ডের তরফে জানানো হয়েছে,  গত ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। এবছর ৮১৩৯৩ জন পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে ৬২৯১৩ জন রাজ্যের পড়ুয়া। জয়েন্টে ৯৮.৫ শতাংশ পাশ করেছেন। ছাত্রদের সংখ্যা ৫৮৭২৩ জন।  ছাত্রীর সংখ্যা ২১৫০৯ জন। রাজ্যের বোর্ড থেকে সর্বাধিক র‍্যাঙ্ক পেয়েছেন ৫২.২ শতাংশ অর্থাৎ ৪১৮৩৯ জন। সিবিএসই  বোর্ড থেকে ২৭.৭৪ শতাংশ র‍্যাঙ্ক পেয়েছেন।

প্রথম হয়েছেন বারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের  হিমাংশু শেখর

দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের হিমাংশু শেখর

তৃতীয় হয়েছেন  ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়

চতুর্থ হয়েছেন  সাউথ পয়েন্টের জাহ্নবী শা

পঞ্চম হয়েছেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী

ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে

সপ্তম হয়েছেন জামশেদপুরের ডিবিএমএস কদমা হাই স্কুলের দেবরাজ কর্মকার

অষ্টম হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের অগ্নিদ্ধ্র দে

নবম হয়েছেন ক্যালকাটা বয়েজ হাই স্কুলের অয়ন অধিকারী

দশম হয়েছেন বারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...