দেশের কোভিড (COVID-19) গ্রাফে উদ্বেগ বাড়ল।দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও অ্যাকটিভ কেস ক্রমেই ঊর্ধ্বমুখী। পজিটিভিটি রেট পেরিয়ে গেল ৪ শতাংশ। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড (Covid-19) পজিটিভ হয়েছেন ১২হাজার ৭৮১ জন। রবিবার যা ছিল প্রায় ১২ হাজার ৯০০। একদিনে করোনা ভাইরাসে (Coronavirus) প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ৭৬হাজার৭০০। যা আগের দিন ছিল ৭২ হাজারের সামান্য বেশি।
আরও পড়ুন- অগ্নিবীররা দেশের সেবা করে দারোয়ান হবে? ধিক্কার: বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক
গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫৩৭, যা আক্রান্তের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৬১ শতাংশ। মৃত্যু হয়েছে মোট ৫,২৪,৮৭৩ জনের। মোট আক্রান্তের তুলনায় ১.২১ শতাংশ। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীর সবচেয়ে বড় অস্ত্র ভ্যাকসিন (Corona vaccine)। এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ। এবার চলছে বুস্টার ও প্রিকশন ডোজ।