Monday, August 25, 2025

EastBengal: লাল-হলুদে চুক্তিপত্রের খসড়া পাঠাল ইমামি গ্রুপ

Date:

Share post:

অবশেষে মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিল ইমামি গ্রুপ। তবে চুক্তিজট হয়তো এখনই কাটছে না। আপাতত ইস্টবেঙ্গলের কোর্টেই বল। ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল মঙ্গলবার ফোনে বলেন, ‘‘আমরা এদিন বিকেলেই চুক্তিপত্রের খসড়া ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব দ্রুত চুক্তির প্রক্রিয়া মিটে যাবে।’’

এদিকে মঙ্গলবার বিকেলেই চুক্তিজট নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে ছিল কর্মসমিতির বৈঠক। সেখানে ঠিক হয়, ইমামি গ্রুপের দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং মণীশ গোয়েঙ্কাকে চিঠি দিয়ে আবেদন করা হবে, চুক্তির প্রক্রিয়া নিয়ে যেমন চলছে চলুক, পাশাপাশি সমান্তরালভাবে চলুক দলগঠনের প্রক্রিয়াও। সদস্যরা মিটিংয়ে বলেন, চুক্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলগঠন আটকে থাকলে সমস্যায় পড়বে ক্লাব। গত দুই তিন বছরের মতো আবার আমাদের লক্ষ্য অপূর্ণ থেকে যাবে এবং সমর্থকদের হতাশা ছাড়া কিছুই জুটবে না।

ইমামির ভূমিকা অনেকটা এটিকের মতো হবে। মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সংযুক্তীকরণ ঠিক যেভাবে হয়েছে সে রকম হতে পারে। অথবা কোয়েস কর্পোরেশনের মতো ভূমিকা হবে। তবে চুক্তির শর্ত নিয়ে মতান্তর আছে। সূত্রের খবর, ইমামি ৮০ শতাংশ শেয়ার চেয়েছে। এখানে আপত্তি থাকতে পারে ক্লাবের। ডিরেক্টর বোর্ডে দুই পক্ষের কতজন থাকবেন, তাও আলোচ্য বিষয়। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘চুক্তির খসড়া আমরা এখনও দেখিনি। যথাসময় আলোচনার মাধ্যমে সব চূড়ান্ত হবে।’’ শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন ক্লাবকর্তারা। ইমামির প্রস্তাবে ক্লাব সাড়া দেবে নাকি আবার শুরু হবে দড়ি টানাটানি, তাই এখন দেখার।

আরও পড়ুন:Deepak Chahar: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না এই অলরাউন্ডারকে, নিজেই জানালেন সেকথা

 

 

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...