Sunday, December 7, 2025

 আচার্য বিল: ফের রাজ্যের বিরুদ্ধে সরব ধনকড়, বিজেপির উস্কানি !

Date:

Share post:

ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।মঙ্গলবার বিকালে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল রাজভবনে যান। তারা রাজ্যপালকে আচার্য বিল এ সই না করার আর্জি জানান।এরপরই রাজ্যপাল ধনকড় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত।তার আরও অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ধুঁকছে।তার কটাক্ষ, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতির জন্য হাজার হাজার তরুণ-তরুণী বঞ্চিত হচ্ছে। ভোট পরবর্তী অশান্তি ভয়ঙ্কর আকার নিলেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি।এতদিন রাজ্যের শাসকদল এবং বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে রাজ্যপাল রাজভবনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। আজ বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলার পরেই যেভাবে রাজ্যপাল ফের রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তাতে বিরোধীদের দাবিই মান্যতা পেল।

এর পরই পুলিশ-প্রশাসনকে রাজ্যপালের বার্তা, আইন-সংবিধান মেনে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন। ধনকড় বলেন, রাজ্যপাল সাংবিধানিক দিক থেকে রাজ্যের প্রধান। কিন্তু তাঁকেই উপেক্ষা করে নেওয়া হচ্ছে একাধিক সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের এক মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যপালের কটাক্ষ, ২১ ফেব্রুয়ারি হাইকোর্ট বলে, রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। রাজ্য নতুন নতুন পদ তৈরি করছে। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা তলানিতে। আমি সংবিধান ও আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করব।

এর পরই রাজ্যপালের নিশানায় রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাক্ষেত্র সম্পর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে রাজ্যপালের কটাক্ষ, শিক্ষাক্ষেত্রের একের পর এক দুর্নীতি সামনে আসছে। কিন্তু রাজ্য প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাজ্যপালকে এড়িয়ে শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপ করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। ধনকড়ের হুঁশিয়ারি, আমি মুখ বুজে রাজ্যে চলতে থাকা এই অন্যায় মেনে নেব না। রাজ্যপালের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি দলীয় ভাষা ছাড়া কথা বলতে পারেন না।মুখ্যমন্ত্রী আচার্য হলে বিজেপি বিধায়কদের এত গায়ের জ্বালা কেন।প্রদানমন্ত্রী মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন এই নিয়ম চালু করেছিলেন তখন ভাল লেগেছিল।তাই এসব মন গড়া কথা বলে বিভ্রান্ত করা যাবে না।

এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে মঙ্গলবার বিল পাশ হল বিধানসভায় (WB Assembly)। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় রাজ্য। সেই মর্মেই বিল আনা হয়। বিধানসভায় চিরকূটের ভোটাভুটিতে পাশও হয়ে যায় আচার্য বিল। এই বিল পাশের প্রতিবাদে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হন বিরোধীরা। বিল পাশের প্রতিবাদে রাজভবনে নালিশ জানাতে যান বিরোধী বিধায়করা। তাঁদের বক্তব্য শোনার পরই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল।

spot_img

Related articles

চারদিন পর কিছুটা ছন্দে পরিষেবা! রবিতে বাতিল শতাধিক বিমান

চারদিন পরে কিছুটা স্বাভাবিক চেহারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির। রবিবার থেকে পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ার দাবি করছে উড়ান...

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...