Sunday, January 18, 2026

মহানাটকের মহারাষ্ট্র: একঝলকে সারাদিনের ঘটনাবলী…

Date:

Share post:

পুরনো ঘোড়া কেনাবেচার অঙ্কে এবার মহারাষ্ট্রে (Maharastra) সরকার ফেলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি(BJP)। শিবসেনার(Shiv Sena) ৪০-এর বেশি বিধায়ককে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে অসমে (Assam)। অন্যদিকে সরকার বাঁচাতে মরিয়া শিবসেনা-এনসিপি-কংগ্রেস। এহেন পরিস্থিতিতে গতকাল রাতেই সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে চলল একের পর এক নাটক।

* সরকার পতনের সম্ভাবনা জোরালো হওয়ার পর খবর আসে জোট শরিক এনসিপি-র সঙ্গে শিবসেনার সংঘাত শুরু হয়েছে। এনসিপি-র দাবি, উদ্ধব সরকারের সঙ্কটের নেপথ্যে রয়েছে শিবসেনার অন্তর্দ্বন্দ্ব। শিবসেনার শীর্ষ নেতৃত্বের একাংশ বিদ্রোহীদের ইন্ধন জোগাচ্ছে।
* ১১ টা এনসিপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন উদ্ধব ঠাকরে।
* গুয়াহাটিতে শিবসেনার বিধায়কদের যে হোটেলে রাখা হয়েছে তার সামনে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের।
* শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৮ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে।
* মহারাষ্ট্রের জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত শিব সেনার।
* সঞ্জয় রাউতের হুঁশিয়ারি ২৪ ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে এবং ঠাকরের সামনে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য রাখতে হবে।
* চরম টানা পোড়েনের মাঝে নিরাপত্তা বাড়ানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশের
* উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের। জোট ছেড়ে আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে। উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন।
* ঠাকরের পাশে থাকার বার্তা মমতার। রাষ্ট্রপতি নির্বাচনের জেতার ক্ষমতা নেই তাই অনৈতিকভাবে সরকার ফেলার উদ্যোগ
* ‘হাউসে ভোটাভুটি হলেই দেখা যাবে কার পাশে কতজন বিধায়ক’, সাংবাদিক বৈঠক করে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের। ‘শিণ্ডে শিবিরেও আমাদের লোক আছে,’ দাবি সঞ্জয় রাউতের।
* শিণ্ডের বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ দুই শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ ও কৈলাস পাতিলের
* ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন একনাথের। দাবি তাঁদের পক্ষে রয়েছে ৪৯ বিধায়ক
* বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন শিণ্ডে। দলত্যাগবিরোধী আইনের আওতা এড়াতে ৩৭ বিধায়কের সমর্থন প্রয়োজন
* অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ
* শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, এনসিপির বৈঠকে বার্তা পাওয়ারের।
* ‘এখনও আলোচনার দরজা খোলা আছে, ঠিক করুন কী করবেন। আত্মসম্মান নিয়ে বাঁচবেন, নাকি দাসত্ব করবেন।’, বিদ্রোহীদের বার্তা শিবসেনার
* উদ্ধবের ডাকা বৈঠকে মাতোশ্রীতে হাজির শিবসেনার মাত্র ১৩ বিধায়ক



spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...