কলকাতার ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে আগুন নেভাতে হিমশিম অবস্থা হয় দমকল কর্মীদের।আগুন যদিও নেভে, শেষে তদন্তে দেখা যায় একাধিক বাড়িতে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই জন্য বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করতে রাজ্য সরকার যৌথ সমীক্ষা শুরু করেছে। শুক্রবার বিধানসভায় দমকল দফতরের একটি বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে দমকল মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তায় বৈষম্য কেন্দ্রের, রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী পেলেন Z+, যশবন্তের শুধুই Z
তিনি বলেন, প্রাথমিক ভাবে এরকম ১৪৬৪ টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশ, দমকল, পরিবেশ, বিদ্যুৎ দফতর, সিইএসসি যৌথ টাস্কফোর্স গড়ে ইতিমধ্যেই ৫৬৮ টি বাড়িতে অভিযান চালিয়ে অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে। বাড়ির মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে ।চিহ্নিত সমস্ত বাড়িতে অভিযানের পর আলোচনা করে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ো
