দুষ্কৃতী ঘেরাটোপ থেকে তরুণীকে উদ্ধার করল ফুড ডেলিভারি অ্যাপ

দুষ্কৃতীদের হাতে বন্দি হয়েছিলেন এক তরুণী। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সঙ্গে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করল তাকে। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে।  আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সকাল পাঁচটার সময় একটি কাফেতে ব্রেকফাস্ট অর্ডার করেন ২৪ বছরের এক তরুণী। একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে। তিনি বার্গার এবং স্যান্ডউইচ অর্ডার দেন। এই অ্যাপগুলিতে গ্রাহকের সুবিধার জন্য রেস্তোরাঁগুলিতে নির্দেশ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে গ্রাহক প্রয়োজনীয় মেসেজ লিখে দিতে পারেন। সেখানেই ওই তরুণী একটি বিশেষ বার্তা দেন। বার্তায় লেখা ছিল, আমি দুষ্কৃতীদের হাতে বন্দি হয়ে আছি । পুলিশ নিয়ে এসে আমরা উদ্ধার করুন । তবে পুলিশ যেন ছদ্মবেশে আসে।

রেস্টুরেন্টের মালিক এবং কর্মীরা এই বার্তা দেখে প্রথমে চমকে গিয়েছিলেন। ভেবেছিলেন কেউ হয়তো রসিকতা করছে। কিন্তু শেষ মুহূর্তে তাদের কী মনে হল, সত্যিই পুলিশে খবর দিলেন । এবং পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করল।