Sunday, May 18, 2025

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সাজিদ মীর গ্রেফতার পাকিস্তানে, ১৫ বছরের সাজা

Date:

২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম চক্রী জঙ্গি(Terrorist) সাজিদ মীরকে(Sajid Mir) গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। জানা গিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে লাহোরের(Lahore) এক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল কুখ্যাত এই জঙ্গি। চলতি মাসেই তাকে ১৫ বছরের শাস্তি দেয় আদালত।

২০০৮ সালে ১০ পাক জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই(Mumbai)। গোয়েন্দাদের দাবি, হামলা চলাকালীন পাকিস্তানের মাটিতে বসে এই ১০ জঙ্গিকে সমস্ত রকম নির্দেশ দিচ্ছিল হামলার অন্যতম মাথা এই মীর। কুখ্যাত এই জঙ্গি ভারত তো বটেই আইএফবি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ফলে তাকে গ্রেফতারের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় দুই দেশের তরফে। রীতিমতো চাপের মুখে পড়ে গত এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে পাক সরকার। বর্তমানে পাঞ্জাবে কোট লখপত জেলে বন্দি রয়েছে সে। যদিও পাকিস্তানের তরফে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, একেই জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়া জন্য ২০১৮ সালেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই সময় বলা হয়েছিল, আগামী দিনে তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যার জেরেই আইএসআইয়ের খাস লোক মীরকে গ্রেফতার করল তারা। মীরের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পাক প্রশাসন। ফলে খবরটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


Related articles

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...
Exit mobile version