Tuesday, December 23, 2025

উদ্ধব ইস্তফা দেবেন না, বৈঠকের আগে স্পষ্ট ঘোষণা রাউতের

Date:

Share post:

আরব সাগরের তীরে রাজনৈতিক সঙ্কট দিনে দিনে চরম আকার ধারণ করতে শুরু করেছে। মহা বিকাশ আগাড়ি জোট সরকার পতনের সম্ভাবনা যখন বাড়তে শুরু করেছে ঠিক তখনই বিদ্রোহী বিধায়কদের উপর চাপ বাড়াল শিব সেনা(ShivSena)। শনিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut) স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) কোনওভাবেই ইস্তফা দেবেন না। এরইমাঝে আগামী পদক্ষেপ ঠিক করতে আজ জাতীয় কার্যনির্বাহী বৈঠক ডেকেছে শিবসেনা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপি(NCP) শীর্ষনেতাদের। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াতে ১৬ জন বিধায়ককে চিঠি পাঠানো হয়েছে বিধানসভার ডেপুটি স্পিকারের তরফে। সোমবারের মধ্যে এই চিঠির উত্তর চাওয়া হয়েছে।

গত সোমবার থেকেই মহারাষ্ট্রে শুরু হয়েছে এই নাটক। বর্তমানে গুয়াহাটির হোটেলে ঘাটি গেড়ে থাকা একনাথ শিন্ডে দাবি করেছেন তাঁর সঙ্গে রয়েছে ৫০ জনের বেশি বিধায়ক। এবং নিজেদের আসল শিবসেনা বলে দাবি করেছে তাঁরা। বিক্ষুব্ধদের নিয়ে গঠিত সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘শিবসেনা বালাসাহেব’। অন্যদিকে উদ্ধব ঠাকরে ডাক দিয়েছেন ‘নতুন শিব সেনা’ গড়ার। তাঁর কথায়, “বিজেপি বিশ্বাসঘাতকদের নিয়ে যাক। আমরা নতুন শিব সেনা গড়ব।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিদ্রোহীরা যা ইচ্ছা করতে পারেন। আমি ওঁদের ব্যাপারে নাক গলাব না। নিজেদের মতো করে সিদ্ধান্ত নিন ওঁরা। কিন্তু বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করা চলবে না।

অন্যদিকে আগামী পদক্ষেপ ঠিক করতে আজ গুয়াহাটির হোটেলে বৈঠকে বসেছেন শিন্ডে সহ অন্যান্য বিক্ষুব্ধরা। বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকর বলেছেন, “মহারাষ্ট্রে আমাদের কাছে মাত্র দুটি বিকল্প আছে, হয় এনসিপি বা বিজেপিকে সমর্থন করা।”, তিনি যোগ করেছেন, “একনাথ শিন্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজেপির সঙ্গে যাবেন কিনা।” পাশাপাশি ১৬ জন বিক্ষুব্ধ বিধায়ককে বিধানসভার ডেপুটি স্পিকারের তরফে যে চিঠি পাঠানো হয়েছে তার প্রেক্ষিতে আগামী পদক্ষেপ নিয়ে হবে সে নিয়েও এদিন আলোচনা করবেন শিন্ডে।


spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...