Monday, May 12, 2025

Rare Carnivorous Plant:  হিমালয়ের বুকে মিলল বিরল প্রজাতির ‘মাংসাশী উদ্ভিদ’ 

Date:

Share post:

এই পৃথিবীর বুকে কত রকমের বিস্ময় ছড়িয়ে আছে তার হদিশ আমাদের জানা নেই। কিন্তু মাঝে মধ্যে প্রকাশ্যে আসা কিছু ঘটনা অজান্তেই চমকে দেয়। সেরকমই এক ঘটনার স্বাক্ষী থাকল উত্তরাখন্ড (Uttarakhand)। পশ্চিম হিমালয় অঞ্চলে এই প্রথম বিরল প্রজাতির মাংসাশী উদ্ভিদ (Rare Carnivorous Plant) – এর সন্ধান পাওয়া গেছে, যার নাম হল ‘আলট্রিকুলারিয়া ফুরসেলাটা’ (Utricularia Furcellata)। এই ঘটনার পর আলোড়ন তৈরি হয়েছে উদ্ভিদ বিশেষজ্ঞদের মধ্যে।

প্ৰকৃতি জুড়ে বিভিন্ন প্ৰকারের জীব  দেখতে পাওয়া যায় । অনেক প্রজাতির সন্ধান বা আবিষ্কার সম্ভব হয়েছে, কিন্তু অনেক প্রজাতি সম্পর্কে এখনও কিছুই জানি না আমরা। ইতিমধ্যে মাংসাশী উদ্ভিদ (Carnivorous Plant)এর বিষয়টি প্রকাশিত হয়েছে। এবার হিমালয়ের (Himalayan Region) বুকেই পাওয়া গেল এই বিরল প্রজাতির উদ্ভিদ। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে। প্রধান বন সংরক্ষক (গবেষণা) সঞ্জীব চতুর্বেদী ( Sanjeev Chaturvedi) জানিয়েছেন, চমোলি জেলার উত্তরাখণ্ড বন বিভাগের একটি দল গবেষণা চালায়।  তখনই তাঁরা এই উদ্ভিদের সন্ধান পান। এই মাংসাশী উদ্ভিদটি একটি বংশের অন্তর্গত যা সাধারণত ব্লাডারওয়ার্টস (Blooderwarts) নামে পরিচিত। এটি সবচেয়ে পরিশীলিত এবং উন্নত উদ্ভিদ কাঠামো যা প্রোটোজয়া থেকে কীটপতঙ্গ, মশার লার্ভা এবং এমনকি তরুণ ট্যাডপোল পর্যন্ত সব কিছু লক্ষ্য করতে পারে বলে জানিয়েছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। উল্লেখ্য এই ধরনের মাংসাশী উদ্ভিদের অধিকাংশই মিষ্টি জল এবং ভেজা মাটিতে পাওয়া যায়। এই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য প্রসঙ্গে জানা যায়, যে অন্যান্য সাধারণ উদ্ভিদের সালোকসংশ্লেষণ (Photosynthesis) পদ্ধতির তুলনায় এদের সালোকসংশ্লেষণ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। ফাঁদ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করার সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতি রয়েছে এই উদ্ভিদের গঠনতন্ত্রে। এই ধরণের মাংসাশী উদ্ভিদ (Rare Carnivorous Plant) থেকে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের নানা ওষুধ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। উত্তরাখন্ডের এই সৃষ্টি গবেষণার অনেক দিক খুলে দেবে বলে মত বিশেষজ্ঞদের।



spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...