কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের মামলা খারিজ করল হাইকোর্ট

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট কাটল। আজ, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। আদালতের তরফে জানানো হয়েছে, তারা নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করবে না। লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতে নেওয়া হবে।


আরও পড়ুন:তৃণমূলপন্থী অধ্যাপক ছিলেন, স্ত্রীর স্কুলের বদলিও করিয়েছেন, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে


সম্প্রতি কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষা বাংলা ও নেপালি নেওয়া হবে -এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই লিখিত পরীক্ষা ইংরাজিতে নেওয়ার জন্য আদালতে দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন মামলাটি হাইকোর্টে উঠলে তা খারিজ করে দেওয়া হয়। পাশপাশি হাইকোর্টের তরফে জানানো হয়, এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।



Previous articleMayank Agarwal: ভারতীয় দলে যোগ দিতে ইংল‍্যান্ড উড়ে গেলেন ময়ঙ্ক
Next articleবন্যাবিধ্বস্ত অসমে ১৫০ টাকায় বিকোচ্ছে জল, হিমন্ত ব্যস্ত মহারাষ্ট্রে সরকার ফেলতে