ফের ধাক্কা শেয়ারবাজারে, ১৫০ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৩,০২৬.৫৭ (⬇️ -০.২৮%)
🔹নিফটি ১৫,৭৯৯.১০ (⬇️ -০.৩২%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতি ও দুর্বল অর্থনীতির জেরে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন এক ধাক্কায় ১৫০ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৫১ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৫০.৪৮ পয়েন্ট বা -০.২৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৮২২.৫৩। এনএসই নিফটি (NSE Nifty) -৫১.১০ পয়েন্ট বা -০.৩২ শতাংশ নেমে হয়েছে ১৫,৭৯৯.১০।


Previous articleত্রিপুরার বিপ্লব জমানার মন্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করল দিল্লি পুলিশ
Next articleSoumen Mohapatra: চিকিৎসক ভাগ্নির অস্বাভাবিক মৃত্যুতে হতবাক রাজ্যের মন্ত্রী