AIFF: এআইএফএফ-এর সচিব পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস

শারীরিক অবস্থার কারণ দেখিয়ে গত ২০ জুন সর্বভারতীয় ফুটবল সংস্থা থেকে সরে দাঁড়িয়েছিলেন কুশল।

ইস্তফা দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সচিব কুশল দাস (Kushal Das)। শারীরিক অবস্থার কারণ দেখিয়ে গত ২০ জুন সর্বভারতীয় ফুটবল সংস্থা থেকে সরে দাঁড়িয়েছিলেন কুশল। আর এবার সচিব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। যার ফলে এআইএফএফ-এর সঙ্গে কুশল দাসের দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি ঘটল। ২০১০ সালে ফেডারেশনের সচিব পদে নিযুক্ত হয়েছিলেন কুশল। পদত্যাগের কারণ হিসেবে নিজেদের অসুস্থতাকে দায়ী করেছেন তিনি।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ-এর এক কর্তা বলেন, হ‍্যাঁ, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উনি পদত্যাগ করেছেন।”

শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল এখন যারা চালাচ্ছেন, সেই প্রশাসকদের কমিটিই কুশল দাসকে কোনও কাজ করতে বারণ করেছিল। এছাড়াও জানা যাচ্ছে, এআইএফএফে অডিট করে বিস্তর আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। তার পরেই প্রশাসকদের কমিটির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।

আরও পড়ুন:Kl Rahul: সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল

 

 

 

Previous articleজুলাইয়ের শেষে প্রকাশিত হবে সিবিএসই দশম -দ্বাদশের ফল
Next articleপরিত্যক্ত হাসপাতাল থেকে ২ মহিলা-সহ ৪ জনের দেহ উদ্ধার