মালয়েশিয়া ওপেন ( Malaysia Open) থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। এদিন কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরে বিদায় নিলেন ভারতীয় এই তারকা শাটলার। ম্যাচের ফলাফল ২১-১৩, ১৫-২১, ১৩-২১।


ম্যাচে এদিন প্রথম সেটে কিছুটা ধীরগতিতে শুরু করেন সিন্ধু। কিন্তু পরপর ১১টি পয়েন্ট জিতে এগিয়ে যান তিনি। তাই জু লড়াই করলেও প্রথম সেট অনায়াসে জিতে যান সিন্ধু। কিন্তু পরের দুই সেটে কামব্যাক করেন তাই জু। তাই জু দুটি সেটেই জয় হাসিল করে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেন। আর এর জেরে তাই জুয়ের বিরুদ্ধে শেষ ছয়টি ম্যাচে ছয়টিতে হারতে হয়েছে সিন্ধুকে।

আরও পড়ুন:World Cup: বিশ্বকাপে অফসাইড ধরতে নতুন প্রযুক্তি আনছে ফিফা























