Sunday, January 11, 2026

একুশে জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৃণমূলের, দায়িত্বে দলেরই বিধায়ক

Date:

Share post:

একুশে জুলাইয়ের(21 July) রক্তমাখা ইতিহাস নিয়ে এবার তথ্যচিত্র তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস(TMC)। আর এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের(Partha Bhaumik) উপর। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নজরদারিতে নির্মিত হতে চলেছে এই তথ্যচিত্র(documentary film)। এমনটাই জানা গিয়েছে, তৃণমূল সূত্রে।

চলতি বছরে ২১ জুলাইয়ের শহিদ দিবস আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলের শেষ সাংগঠনিক বৈঠকে শীর্ষ নেতৃত্বের তরফে ২১ জুলাইকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব ওঠে। এরপর এই প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক নিজে একজন নাট্য পরিচালক, পাশাপাশি সিনেমা তৈরীর ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। জানা গিয়েছে, নেতৃত্বের নির্দেশ মতো ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন ওই বিধায়ক।

উল্লেখ্য, ১৯৯৩ সালে সচিত্র পরিচয়পত্র তৈরির দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় কংগ্রেস। ২১ জুলাই সেই অভিযানে সামিল হয় যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ যুব কংগ্রেস কর্মীরা। ১৩ জন শহিদের স্মৃতিতে প্রতিবছর একুশে জুলাই পালন করে তৃণমূল। সেই ঘটনাকেই স্মরণীয় করে রাখতে এবার দলের তরফে তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হল।


spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...