Monday, August 25, 2025

মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়ার ঘটনায় সিট গঠন রাজ্যের, অ্যালুমিনিয়াম দিয়ে ঘেরা হচ্ছে বাড়ি

Date:

মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে যুবকের ঢুকে পড়ার জেরে আরও জোরদার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ঘিরে ফেলা হবে অ্যালমুনিয়ামের শিটের প্রাচীর দিয়ে। পাশাপাশি নজরদারি বাড়াতে তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ারও৷ এমনকি বাড়ানো হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যাও৷

গত শনিবার গভীর রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের এক যুবক ৷ ঘটনায় সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করল রাজ্য সরকার। সিটে মোট ৮ জন সদস্য রয়েছেন। জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মার নেতৃত্বাধীন সিটে ডিসি ডিডি (স্পেশাল), ডিসি এসটিএফ ছাড়াও গোয়েন্দা বিভাগ ও এসটিএফ-র আধিকারিকেরা রয়েছেন।

আরও পড়ুন- নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূলের
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷ কংক্রিটের দেওয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর।
মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে পাশাপাশি দু’টি ওয়াচ টাওয়ার বসানো হবে। একটি ওয়াচ টাওয়ার বসানো হবে আলিপুর জেল সংলগ্ন এলাকায়৷ অন্যটি থাকবে আদি গঙ্গা লাগোয়া বলরাম ঘাটের দিকে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version