Thursday, August 28, 2025

একুশের বিধানসভা নির্বাচন, তারপর কলকাতা পুরসভা ভোটের (Kolkata Municipal Election) সময় রাজ্য বিজেপির (BJP) নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly)। কলকাতা পুরসভা ভোটের সময় বিজেপির অন্তর্দ্বন্দ্ব যখন চরমে ছিল সেই সময় বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন রূপা। সেখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ আগে রূপার ফেসবুক পোস্টকে ঘিরে জোর জল্পনা শুরু হয়। বিশেষ করে যখন দলের প্রতি অভিমানী তিনি। যেখানে তিনি লিখেছিলেন, “রাজনীতিতে আসা মানেই যে অযথা সময় নষ্ট করা তা আগে জানা ছিল না।’’ তাহলে কী সত্যি সত্যিই রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়! নাকি তিনি বিজেপি ছাড়ছেন! এই জল্পনার মাঝেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে রূপার একটি সাক্ষাতের ছবি মঙ্গলবার প্রকাশ্যে চলে আসে। নতুন করে রূপার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয় চর্চা।

ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় আর কুণাল ঘোষের একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখ। এ বিষয়ে কোনও পক্ষই খোলসা করে কিছু না বললেও তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সেখানে রাজনৈতিক আলোচনাও হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও কুণাল ঘোষ জানিয়েছেন, একটি অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নেহাতই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক হবে না। যদিও কুণালের এমন বক্তব্যের পরও জল্পনা কিন্তু কমছে না। প্রশ্ন উঠছেই, “তাহলে কি এবার ফুলবদল করছেন রূপা?”

উল্লেখ্য, ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাভারতের দৌপ্রদী খ্যাত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালে বিধানসভা ভোটে হেরে গেলেও তাঁকে বিজেপি থেকে রাজ্যসভার সংসদ মনোনীত করা হয়। এর পাশাপাশি তিনি রাজ্য এবং কেন্দ্র বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজ্য বিজেপির মহিলা মোর্চার অন্যতম মুখ ছিলেন রূপা।

 



Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version