Friday, January 23, 2026

মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ভেসে গেল বহু বাড়ি-গাড়ি

Date:

Share post:

ফের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ধরমশালাতে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান দেখা দিয়েছে। ধরমশালার ভাগসু নাগ এলাকায় এই হড়পা বানের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাপক জলের তোড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি। ভেসে গিয়েছে রাস্তার ধারে থাকা অনেক গাড়িও । যদিও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায় নি।

জানা গিয়েছে, ধরমশালা থেকে ৫৮ কিলোমিটার দূরে কাংড়া জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে এই হড়পা বান দেখা যায়। ভাগসু নাগের মতো নামকরা পর্যটন কেন্দ্র নদীতে পরিণত হয়েছে। যার ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে নদীগুলিতে জলের পরিমাণ দ্রুত বেড়ে গিয়েছে। প্রায় সবকটি নদীতেই প্রবল স্রোত বইছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী সমস্ত গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে জলের স্রোত বইছে। সেই জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একটি গাড়ি।মঙ্গলবার সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃষ্টি চলছিল। সেই অবস্থায় মেঘ ভেঙে পড়ে। যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং সেই সঙ্গে রাস্তার দুপাশে যে ঘরবাড়ি বা হোটেলগুলি রয়েছে, সেগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘর বাড়ি ও হোটেল ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আপাতত জলের তলায় । এই জলোচ্ছ্বাসের ফলে সিমলার বেশ কিছু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কিছু দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

 

spot_img

Related articles

বিরাট কর্মযজ্ঞ, দারুন সাড়া, ডায়মন্ড হারবার সেবাশ্রয়ে দিনে ২৫ হাজার মানুষের চিকিৎসা

মণীশ কীর্তনিয়া ডায়মন্ড হারবার টাউনের ২ নম্বর ওয়ার্ডের বন্ধন পাঠক। ৯ বছর বয়সেই হার্টে ছিদ্র। এদিক-ওদিক ঘুরে চিকিৎসার সুবিধে...

প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা...

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই...

সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা! ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার একটি গণধর্ষণের মামলায় সাক্ষী হয়েও সিবিআইয়ের হাতে গ্রেফতার...