পিছু ছাড়ছে না করোনা! সংক্রমণ ঊর্ধ্বমূখী হতেই চিনে ফের শুরু লকডাউন

ফের দাপট বাড়ছে করোনার। বিশ্বজুড়ে চতুর্থ ঢেউ চোখরাঙাচ্ছে। চিনে সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বুধবার থেকে দেশের একাধিক শহরে শুরু হল লকডাউন।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, একদিনে কমপক্ষে ৩০০ জন সংক্রমিত হয়েছেন।  উত্তরের জিয়ান শহর ছাড়াও সাংইয়ের পরিস্থিতি অনেকটা একইরকম। দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে তাদের মধ্যে আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গণহারে শুরু হয়েছে পরীক্ষা।


আরও পড়ুন:বাড়ল গুরুত্ব, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি-জ্যোতিরাদিত্য


বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওমিক্রনের বিএ.৫.২ ভেরিয়েন্টই এই সংক্রমণ চিত্রের মূল কারণ। যা অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক তো বটেই প্রতিরোধ ক্ষমতাকে টেক্কা দিতেও তা বেশ অনেকটাই সক্ষম বলে দাবি বিশেষজ্ঞদের। ফলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতে বেশ কয়েকটি জায়গায় ‘কনট্যাক্ট ট্রেসিং’-এর দিকেও ঝুঁকেছে প্রশাসন।


এদিকে ভারতেও বাড়ছে করোনা। তবে ভারত ওই লকডাউনের পথে হাঁটছে না। কারণ ফের লকডাউন হলে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

 


Previous articleবাড়ল গুরুত্ব, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি-জ্যোতিরাদিত্য
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ