Wednesday, January 14, 2026

বারবিকিউ পার্টির নামে ডেকে ছাত্রীর শ্লীলতাহানি, বাংলাদেশে গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বারবিকিউ পার্টির নামে ডেকে শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ধৃত ওই শিক্ষকের নাম কুমার অনিমেষ ভট্টাচার্য। ৪২ বছর বয়সী এই শিক্ষক রাজধানীর উত্তরায় অবস্থিত বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এই ঘটনায় ওই শিক্ষার্থীর এক সহপাঠীকেও খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের পড়ুয়া। পুলিশের তরফে জানানো হয়েছে, “ওই ছাত্রী তার শ্লীলতাহানির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে জানিয়ে মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা  শিক্ষককে গ্রেপ্তার করেছি।” এ ঘটনায় নাহিদুল হক নামে আরও এক শিক্ষার্থী জড়িত আছেন জানিয়ে তিনি বলেন, তার খোঁজেও তল্লাশি চলছে। থানায় দায়ের করা অভিযোগে জানা গিয়েছে, গত ৬ জুলাই রাতে নাহিদুল হক নামের সহপাঠী নিজ বাসায় ওই ছাত্রীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে নাহিদ ওই ছাত্রীকে বলেন, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। ওই ছাত্রী তখন রাত হয়েছে বলে সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য নাহিদের অনুরোধে সাড়া দিয়ে নিজের দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩নং সেক্টর এলাকায় আসেন ওই ছাত্রী।

নির্যাতিতা ছাত্রী তার দুই ছোট ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। এরপর ফোনে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে না জানানোর জন্য।


spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...