Tuesday, December 23, 2025

বারবিকিউ পার্টির নামে ডেকে ছাত্রীর শ্লীলতাহানি, বাংলাদেশে গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বারবিকিউ পার্টির নামে ডেকে শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ধৃত ওই শিক্ষকের নাম কুমার অনিমেষ ভট্টাচার্য। ৪২ বছর বয়সী এই শিক্ষক রাজধানীর উত্তরায় অবস্থিত বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এই ঘটনায় ওই শিক্ষার্থীর এক সহপাঠীকেও খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের পড়ুয়া। পুলিশের তরফে জানানো হয়েছে, “ওই ছাত্রী তার শ্লীলতাহানির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে জানিয়ে মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা  শিক্ষককে গ্রেপ্তার করেছি।” এ ঘটনায় নাহিদুল হক নামে আরও এক শিক্ষার্থী জড়িত আছেন জানিয়ে তিনি বলেন, তার খোঁজেও তল্লাশি চলছে। থানায় দায়ের করা অভিযোগে জানা গিয়েছে, গত ৬ জুলাই রাতে নাহিদুল হক নামের সহপাঠী নিজ বাসায় ওই ছাত্রীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে নাহিদ ওই ছাত্রীকে বলেন, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। ওই ছাত্রী তখন রাত হয়েছে বলে সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য নাহিদের অনুরোধে সাড়া দিয়ে নিজের দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩নং সেক্টর এলাকায় আসেন ওই ছাত্রী।

নির্যাতিতা ছাত্রী তার দুই ছোট ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। এরপর ফোনে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে না জানানোর জন্য।


spot_img

Related articles

সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বোরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার...

তিস্তায় ব়্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় সেনার

শীতের উত্তাল তিস্তায়(Teesta) মর্মান্তিক দুর্ঘটনা। রিভার ব়্যাফ্টিং(Rafting) প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। মৃত...

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের।...

স্যোশাল মিডিয়ায় নিশার ‘চটুল’ রিল! বালিগঞ্জের প্রার্থী বদলের সিদ্ধান্ত হুমায়ুনের

স্যোশাল মিডিয়ায় (Social Media) গানের সঙ্গে চটুল রিল! নতুন দলের প্রার্থী নির্বাচন করার ২৪ ঘণ্টার মধ্যেই বদল করলেন...