Sunday, November 9, 2025

বারবিকিউ পার্টির নামে ডেকে ছাত্রীর শ্লীলতাহানি, বাংলাদেশে গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বারবিকিউ পার্টির নামে ডেকে শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ধৃত ওই শিক্ষকের নাম কুমার অনিমেষ ভট্টাচার্য। ৪২ বছর বয়সী এই শিক্ষক রাজধানীর উত্তরায় অবস্থিত বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এই ঘটনায় ওই শিক্ষার্থীর এক সহপাঠীকেও খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের পড়ুয়া। পুলিশের তরফে জানানো হয়েছে, “ওই ছাত্রী তার শ্লীলতাহানির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে জানিয়ে মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা  শিক্ষককে গ্রেপ্তার করেছি।” এ ঘটনায় নাহিদুল হক নামে আরও এক শিক্ষার্থী জড়িত আছেন জানিয়ে তিনি বলেন, তার খোঁজেও তল্লাশি চলছে। থানায় দায়ের করা অভিযোগে জানা গিয়েছে, গত ৬ জুলাই রাতে নাহিদুল হক নামের সহপাঠী নিজ বাসায় ওই ছাত্রীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে নাহিদ ওই ছাত্রীকে বলেন, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। ওই ছাত্রী তখন রাত হয়েছে বলে সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরে শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য নাহিদের অনুরোধে সাড়া দিয়ে নিজের দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩নং সেক্টর এলাকায় আসেন ওই ছাত্রী।

নির্যাতিতা ছাত্রী তার দুই ছোট ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। এরপর ফোনে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে না জানানোর জন্য।


spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...