Friday, December 26, 2025

নিশানায় ছিল ধর্মগুরু, সেনার চাকরি থেকে অবসরে অবসাদ! শিনজোর হত্যাকারীর চাঞ্চল্যকর বয়ান

Date:

Share post:

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জনসভাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁর হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে ৯০ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে জাপান প্রশাসনের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে অবশ্য ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। এরপর দফায় দফায় তাকে জেরা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি স্বীকার করেছেন তার প্রাথমিক নিশানায় ছিলেন না শিনজো। একটি ধর্মীয় সংগঠনের নেতাকেই হত্যা করার পরিকল্পনা করেছিল সে।
যাঁর সঙ্গে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর যোগসূত্র রয়েছে। জাপানে ওই সংগঠনের হয়ে প্রচার করেন শিনজো আবে। আবের নীতি একেবারেই পছন্দ ছিল না ইয়ামাগামির। তাছাড়াও এই ধর্মীয় সংগঠনকে অনুদান দিয়েই দেউলিয়া হয়েছেন তার মা, এমনতাই দাবি হত্যাকারীর।

শিনজো আবের হত্যা রহস্যের জট খুলতে গিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের সামনে। জানা গিয়েছে, হত্যাকারী ইয়ামাগামির কোনও কাজ ছিল না। বর্তমানে সে বেকার। তবে একটা সময় জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের (নৌবাহিনীর একটি শাখা) একজন দক্ষ সদস্য ছিল এই আততায়ী। কম বয়সে সেনার চাকরি থেকে অবসর নিতে হওয়ায় পাশাপাশি বেকারত্বের জীবন, অর্থনৈতিক অনটনের মধ্যে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিল সে।

গ্রেফতার হওয়ার পর শুক্রবারই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিস্ফোরক এবং বাড়িতে তৈরি বন্দুক খুঁজে পাওয়া গিয়েছে বলেও জানানো হয়েছে। তদন্তকারীদের দাবি, অনেক আগে থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল। তাই রবিবার হাউস অফ কাউন্সিলর নির্বাচনের আগে শিনজোর বক্তৃতার জায়গা বারবার রেইকি করে ইয়ামাগামি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার জন্য নিজেই বানিয়ে ফেলে একটি বন্দুক। একসময়ে সামরিক প্রশিক্ষণ নেওয়া ইয়ামাগামির পক্ষে কাজটা কঠিন ছিল না। এমনকী, অনেকটা দূরত্ব থেকে শিনজোকে লক্ষ‌্য করে সঠিক নিশানায় গুলি চালানোও সম্ভব হয়েছে তার সামরিক প্রশিক্ষণ থেকেই।


spot_img

Related articles

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...