Saturday, December 20, 2025

প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি তৃণমূলের

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পকে(Agnipath Project) কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য বিরোধীদলগুলি। সোমবার অগ্নিপথ ইস্যুতে বিরোধীদের মতামত নিতে বৈঠক করে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি। সেখানেই প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব হয়ে উঠলেন তৃণমূল সাংসদরা(TMC MP)। অভিযোগ তোলা হয়েছে, বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা না করেই অগ্নিপথ প্রকল্প এনেছে সরকার। যার জেরে গোটা দেশে বিক্ষোভ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী রাজনাথ সিংয়ের ডাকে সোমবার সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমরা বৈঠকে এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছি। আমাদের পাশাপাশি কংগ্রেস (Congress) এবং এনসিপি (NCP) সাংসদরাও প্রকল্পের বিরোধিতা করেছে। বৈঠক শেষে একটা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের দাবি, এই প্রকল্পটি আলোচনার জন্য সংসদের স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হবে। ততদিন পর্যন্ত প্রকল্প বাতিল করা হোক।” পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এত বেকার যুবক যদি চার বছর বাদে রাস্তায় ঘোরে তাহলে দেশের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়বে। সরকার যে বলছে মাত্র ৩ হাজার পদের জন্য ৭ লক্ষ আবেদন জমা পড়েছে, সেটা এই প্রকল্পের জন্য নয়। সেটা দেশের বেকারির জন্য।”

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকে গোটে দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি সবচেয়ে বেশি হিংসাত্মক হয়ে ওঠে বিহারে। এখানে একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি চলে ব্যাপক ভাঙচুর। সবমিলিয়ে বেশ চাপে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। এর পাশাপাশি আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানে বিরোধীরা এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...