Sunday, November 16, 2025

Madhyapradesh : সাংঘাতিক, ১০ বছরের শিশুকে খেয়ে ফেলল কুমির, তারপর !

Date:

স্নান করতে যাওয়াটাই তাঁর কাল হল। ছোট অতশত বোঝে নি। তাঁর মারাত্মক ফল ভুগতে হল তাঁকে। কুমিরের (Crocodile)পেটে ১০ বছরের শিশু, খবর জানাজানি হতেই চারিদিকে হৈচৈ। মধ্যপ্রদেশের (Madhyapradesh)শেওপুরের ঘটনা শুনে শিউরে উঠছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চম্বল (Chabmbal) নদীতে স্নান করতে নামে শিশুটি। সেই সময় কুমিরটি তাঁকে আক্রমণ করে। ছেলেটিকে টেনে গভীর জলে নিয়ে যায় কুমির। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুর পরিবার ও আত্মীয়-স্বজনদের খবর দেন। এরপর লাঠি, দড়ি ও জালের সাহায্যে কুমিরটিকে নদী থেকে টেনে তোলা হয়। মারধর করা হয় কুমিরটিকে। এমনকী তার পেট চিরে শিশুটিকে উদ্ধারের দাবি জানায় উত্তেজিত জনতা। পুলিশ ও বন্যপ্রাণ উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে নদী তীরে ছুটে আসে শিশুটির পরিবার, ভেঙে পড়ে গোটা গ্রাম। ঘটনার খবর পেয়ে অ্যালিগেটর বিভাগ (Aligator Department) ও পুলিশের একটি দল গ্রামবাসীদের হাত থেকে কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করে। শিশুটির পরিবার দাবি করেছে, শিশুটি বেঁচেও থাকতে পারে। কুমিরের পেট কেটে তাকে উদ্ধার করতে হবে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।


Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...
Exit mobile version