ফের ধাক্কা শেয়ারবাজারে, ৫০৮ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৩,৮৮৬.৬১ (⬇️ -০.৯৪%)
🔹নিফটি ১৬,০৫৮.৩০ (⬇️ -০.৯৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। মঙ্গলবার নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৫০৮ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ১৫৭ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫০৮.৬২ পয়েন্ট বা -০.৯৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৩,৮৮৬.৬১। এনএসই নিফটি (NSE Nifty) -১৫৭.৭০ পয়েন্ট বা -০.৯৭ শতাংশ নেমে হয়েছে ১৬,০৫৮.৩০।


Previous articleপালস অক্সিমিটারের  নির্ভুল রিডিং চামড়ার রঙের ওপর নির্ভর করে ?
Next articleNASA: আনুমানিক ১৩৮০ কোটি বছর আগের ব্রহ্মাণ্ডের ছবি ধরা পড়ল টেলিস্কোপে!