Monday, November 17, 2025

মাত্র একপাতার জবাব! PM CARES Fund নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার্স ফান্ড(PM CARES Fund) নিয়ে দেশে বিতর্ক কম নেই। বার বার এই ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার এই ফান্ডের খরচ নিয়ে প্রশ্ন তোলায় মাত্র এক পাতার জবাব দিল কেন্দ্র সরকার। যার জেরে দিল্লি হাইকোর্টের(Delhi Highcourt) প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। শুধু তাই নয় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে এই ফান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে একটি মামলা ওঠে বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ‌্যম প্রসাদের বেঞ্চে। সেখানেই আদালতের তরফে কেন্দ্রের আইনজীবীকে বলা হয়, “আপনারা এই মামলায় একটি জবাব ফাইল করেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র এক পাতার জবাব! মামলাকারীর তরফে যে বরিষ্ঠ আইনজীবী সওয়াল করছেন তাঁর জবাবের লেশমাত্র এখানে নেই। আমরা এ বিষয়ে এই নির্দেশ দিতে বাধ‌্য হচ্ছি যে, মামলাকারীর তরফে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রতিটির জবাব দিতে হবে।” আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে। ১৬ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নির্দেশে পিএম কেয়ার্স ফান্ড গঠন করা হয়। অতিমারীর কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানত তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই ফান্ড। সেই ফান্ডে জমা পড়া বিপুল অনুদান ও তার ব‌্যবহার নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কয়েকমাস আগে তথ্য জানার অধিকার তথা আরটিআইয়ের উত্তরে খোদ স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা যায়, টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য খাতে ১০০ কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল ‘পিএম কেয়ার্স ফান্ড’ তা তারা রাখেনি। সেই ইস্যুতেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন আইনজীবী সম‌্যক গাঙ্গোয়াল।


spot_img

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...