Wednesday, May 21, 2025

মাত্র একপাতার জবাব! PM CARES Fund নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার্স ফান্ড(PM CARES Fund) নিয়ে দেশে বিতর্ক কম নেই। বার বার এই ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার এই ফান্ডের খরচ নিয়ে প্রশ্ন তোলায় মাত্র এক পাতার জবাব দিল কেন্দ্র সরকার। যার জেরে দিল্লি হাইকোর্টের(Delhi Highcourt) প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। শুধু তাই নয় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে এই ফান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে একটি মামলা ওঠে বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ‌্যম প্রসাদের বেঞ্চে। সেখানেই আদালতের তরফে কেন্দ্রের আইনজীবীকে বলা হয়, “আপনারা এই মামলায় একটি জবাব ফাইল করেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র এক পাতার জবাব! মামলাকারীর তরফে যে বরিষ্ঠ আইনজীবী সওয়াল করছেন তাঁর জবাবের লেশমাত্র এখানে নেই। আমরা এ বিষয়ে এই নির্দেশ দিতে বাধ‌্য হচ্ছি যে, মামলাকারীর তরফে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রতিটির জবাব দিতে হবে।” আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে। ১৬ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নির্দেশে পিএম কেয়ার্স ফান্ড গঠন করা হয়। অতিমারীর কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানত তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই ফান্ড। সেই ফান্ডে জমা পড়া বিপুল অনুদান ও তার ব‌্যবহার নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কয়েকমাস আগে তথ্য জানার অধিকার তথা আরটিআইয়ের উত্তরে খোদ স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা যায়, টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য খাতে ১০০ কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল ‘পিএম কেয়ার্স ফান্ড’ তা তারা রাখেনি। সেই ইস্যুতেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন আইনজীবী সম‌্যক গাঙ্গোয়াল।


spot_img

Related articles

রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যেন জঙ্গিরা রাজ্যে ঢুকতে না পারে। বুধবার, উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায়...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২১ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬০ ₹ ৯৩৬০০ ₹খুচরো পাকা সোনা ৯৪০৫ ₹ ৯৪০৫০...

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...