Thursday, August 28, 2025

মাত্র একপাতার জবাব! PM CARES Fund নিয়ে হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার্স ফান্ড(PM CARES Fund) নিয়ে দেশে বিতর্ক কম নেই। বার বার এই ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার এই ফান্ডের খরচ নিয়ে প্রশ্ন তোলায় মাত্র এক পাতার জবাব দিল কেন্দ্র সরকার। যার জেরে দিল্লি হাইকোর্টের(Delhi Highcourt) প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। শুধু তাই নয় আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে এই ফান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে একটি মামলা ওঠে বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ‌্যম প্রসাদের বেঞ্চে। সেখানেই আদালতের তরফে কেন্দ্রের আইনজীবীকে বলা হয়, “আপনারা এই মামলায় একটি জবাব ফাইল করেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র এক পাতার জবাব! মামলাকারীর তরফে যে বরিষ্ঠ আইনজীবী সওয়াল করছেন তাঁর জবাবের লেশমাত্র এখানে নেই। আমরা এ বিষয়ে এই নির্দেশ দিতে বাধ‌্য হচ্ছি যে, মামলাকারীর তরফে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রতিটির জবাব দিতে হবে।” আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে। ১৬ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নির্দেশে পিএম কেয়ার্স ফান্ড গঠন করা হয়। অতিমারীর কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানত তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই ফান্ড। সেই ফান্ডে জমা পড়া বিপুল অনুদান ও তার ব‌্যবহার নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কয়েকমাস আগে তথ্য জানার অধিকার তথা আরটিআইয়ের উত্তরে খোদ স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা যায়, টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য খাতে ১০০ কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল ‘পিএম কেয়ার্স ফান্ড’ তা তারা রাখেনি। সেই ইস্যুতেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন আইনজীবী সম‌্যক গাঙ্গোয়াল।


spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...