Sunday, November 9, 2025

রাষ্ট্রপতি নির্বাচন: বিমানের সামনের আসনে বসে আজ রাজ্যে আসছে “মিস্টার ব্যালট বক্স”

Date:

আগামী সোমবার ১৮ জুলাই বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক ভারতে হাইভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট উপলক্ষ্যে এখন সাজোসাজো রব। তুঙ্গে প্রস্তুতি। NDA সমর্থিত দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী জোটের যশবন্ত সিনহা, আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলের নতুন অতিথি কে হবেন তা নিয়ে জল্পনা ও চর্চার মাঝে ব্যালট বক্স পৌঁছে যাচ্ছে রাজ্যে রাজ্যে।

“মিস্টার ব্যালট বক্স”, এই নামেই বিমানের একেবারে সামনের সারিতে মাঝের আসনে টিকিট বুকিং করা হয়েছে। যার দুপাশে বসবেন নির্বাচনে নিযুক্ত দুই আধিকারিক। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন দফতর থেকে লাগেজে নয়, এই ওই ভোট বাক্স বিভিন্ন রাজ্যে যাবে এবং ভোট শেষে ফের দিল্লিতে ফিরবে একেবারে সংশ্লিষ্ট বিমানগুলির সামনের সারির আসনে বসে। সেই মতো বিমানের টিকিট বুক করা হয়েছে। টিকিটে লেখা, মিস্টার ব্যালট বক্স।

এভাবেই মঙ্গলবার থেকে রাজ্যে রাজ্যে পৌঁছছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বাক্স। এবারও রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই পুরনো পেপার ব্যালট পদ্ধতিতে। রাষ্ট্রপতি নির্বাচন প্রেফারেন্স ভোট। পছন্দ অনুসারে প্রতিটি প্রার্থীকেই ভোট দিতে পারেন সাংসদ-বিধায়করা। ইভিএমে এই ব্যবস্থাই নেই। তাই পেপার ব্যালটেই ভোট। নির্বাচন কমিশন রাজ্যভিত্তিক পেপার ব্যালট, সিলমোহর, কলমের পাশাপাশি সব রাজ্যকে এই ভোট বাক্স পাঠানো শুরু করেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত তা কড়া নজরদারিতে রাখতে নির্বাচন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলার জন্য নির্দিষ্ট ব্যালট বক্স আজ, বুধবার দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সন্ধ্যা ৭.১০মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দর থেকে “মিস্টার ব্যালট বক্স” চলে যাবে রাজ্য বিধানসভার স্ট্রংরুমে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version