Sunday, January 11, 2026

সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখুক CBI, হাইকোর্টে দাখিল জনস্বার্থ মামলা

Date:

Share post:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সারদা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। জনৈক আইনজীবীর আর্জি, সারদা কাণ্ডে শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই। মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

সারদা কাণ্ডে সরাসরি শুভেন্দুর যোগ আছে বলে বারেবারে অভিযোগ উঠেছে। খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তাঁর দ্বিতীয় চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ্য করে তাঁর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টাকা হাতানোর অভিযোগ তুলেছেন। এই মর্মে আদালতের কাছে সুবিচার চেয়ে তদন্তের আর্জি জানিয়েছেন সারদাকর্তা। সেই কথা সংবাফ মাধ্যমকেও বলেছেন সুদীপ্ত সেন। এমনকী, ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলেও দাবি করেছেন সুদীপ্ত সেন। এই সমস্ত কিছুর প্রেক্ষিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চেয়ে।

প্রসঙ্গত, সারদাকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আগেই সরব হয় তৃণমূল। এদিন শুভেন্দুর জনস্বার্থ মামলা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমরা আগেই বলেছিলাম শুভেন্দুর মতো চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলারকে হেফাজতে নিয়ে সারদা কাণ্ডে সিবিআইয়ের তদন্ত করা উচিত। যেখানে সুদীপ্ত সেন নিজে শুভেন্দুর নাম নিয়েছে। তাই খতিয়ে দেখা তো দূরের কথা, শুভেন্দুর গ্রেফতারের দাবি করেছি আমরা। সুদীপ্ত সেন নিজে বলেছে কাঁথিতে কী ভূমিকা ছিল শুভেন্দু ও তার ভাইদের।”

কুণালের সংযোজন, “কাঁথি বাতিস্তম্ভ, শ্মশান জমি দুর্নীতিতেও অধিকারীদের নাম জড়িয়েছে। পুলিশ তদন্ত করছে। আর শুভেন্দু যে চোর সেটা প্রথম বলেছে বিজেপি। ২০১৬ সালে বিজেপি দফতরে স্ক্রিন টাঙিয়ে শুভেন্দুর নারদার টাকা নিতে দেখানো হয়েছে।”

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...