উচ্চশিক্ষায় বাংলার মুখ ফের উজ্বল। বিশ্ববিদ্যালয়ের জাতীয় র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় । দেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF’এর তালিকা।সেই তালিকা অনুযায়ী প্রথম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। আর অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়(University of Calcutta)।বাংলায় শিক্ষার মান ও পরিকাঠামো অত্যন্ত ভালো এই তালিকাই তার প্রমাণ বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।

আরও পড়ুন- সমালোচনায় ক্ষতবিক্ষত কোহলির পাশে ‘চিরশত্রু’ প্রতিপক্ষের তারকা

এক নজরে প্রথম দশের তালিকা

প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু

দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)

তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয়

পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ

ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)

সপ্তম: মণিপাল অ্যাকাডেমি

অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)
নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)
দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়