Tuesday, August 26, 2025

সুমন করাতি, হুগলি

বৃদ্ধা মা, স্ত্রী, সন্তান নিয়ে অভাবের সংসার। তবে, হুগলির (Hoogli) ভাই দাস (Bhai Das) তৃণমূলের (TMC) জন্ম লগ্ন থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্ধ ভক্ত। ট্রেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই এবং নিজের লেখা কিছু ছড়ার বই হকারি করে দিন গুজরান করেন ভাই দাস। কিন্তু প্রতিবছর একুশে জুলাই এলে মন কেঁদে ওঠে। তিনি নিজের মতো করেই প্রচার চালান এবারও তিনি তা করেছেন। এ মাসের ১০ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এক বেলা ট্রেনে হকারি করে বিকাল থেকে রাত পর্যন্ত ট্রেনে ট্রেনে তিনি ২১শে জুলাই শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদানের জন্য মানুষের কাছে আবেদন রাখছেন।

আরও পড়ুন- আধুনিক ফেডারালিজম: আলোচনা সভায় বিজেপিকে ধুয়ে দিলেন কপিল সিব্বল-মলয় ঘটক

এবিষয়ে বলতে গিয়ে ভাই দাস জানান, ১৯৯৮ সাল থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত। প্রতিবছর শহিদ স্মরণে তিনি হাজির হন। ট্রেনে হকারই তাঁর পেশা। এখন একবেলা হকারি বন্ধ রেখে ট্রেনে প্রচার চালাচ্ছেন, যাতে জনসভায় গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সবাই। ভাই দাস জানান, এবারের শহিদ স্মরণ একটু অন্যরকম কারণ। অন্যবার শুধুমাত্র পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় যান কর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে। এবারে কিন্তু বাংলার বাইরে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, গোয়া, অসম এমনকী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট থেকেও প্রচুর পরিমাণে তৃণমূল কর্মীরা দিদির সভায় আসবেন। এবারের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাপিয়ে এক ঐতিহাসিক চেহারা নিতে চলেছে বলে আশা ভাই দাসের।

 

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version