দেশের মধ্যে প্রথম কলকাতা, এবার সাবওয়ে দিয়ে চলবে গাড়ি

দেশের মধ্য প্রথম পাতালরেল চলেছিল কলকাতায়। এবার সাবওয়ে (Sabway) দিয়ে গাড়ি চলার রেকর্ড গড়তে চলেছে মহানগর। দেশের মধ্যে প্রথম কলকাতায় মাটির নীচে দিয়ে চলবে গাড়ি। যানজটের মোকাবিলা করতেই বিদেশের ধাঁচে সুড়ঙ্গ দিয়ে গাড়ি চলাচলের পরিকল্পনা করা হয়। প্রাথমিক পর্যায় নিউটাউনের (Newtown) বিশ্ববাংলা গেট থেকে এই পথ যাবে নারকেল বাগান পর্যন্ত।

এই পথ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এই সাবওয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। সাবওয়ে দিয়ে গাড়ি চললে দেশের মধ্যে নতুন দিশা দেখাবে বাংলা। এতে, যেমন ট্রাফিক জ্যাম এড়ানো যাবে। তেমনই প্রয়োজন পড়বে না ট্রাফিক পুলিশের। থাকবে উপযুক্ত সিগনালিং ব্যবস্থা।


Previous articleবিজেপি বিরোধী ঐক্য বজায় রেখে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন আম আদমি পার্টির
Next articleব্যাঙ্ক বিক্রির লক্ষ্যে বিল আনছে কেন্দ্র, তালিকায় সেন্ট্রাল-ইউকো-ওভারসিস